খুলল কসবা ল কলেজ

সেইমতোই এবার সোমবার থেকে আবার কলেজ খুলে গেল। পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে কলেজে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Must read

প্রতিবেদন : কসবা আইন কলেজে (Kasba Law college) ধর্ষণকাণ্ড ঘটার পর পরিচালন সমিতির বৈঠকে পঠন-পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তে একেবারেই সহমত ছিলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শীঘ্রই পড়াশোনা চালু করার কথা বলেছিলেন তিনি।

আরও পড়ুন-প্রযুক্তিতে সাফল্য, সেমি কন্ডাক্টরে শীর্ষে বাংলা

সেইমতোই এবার সোমবার থেকে আবার কলেজ খুলে গেল। পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে কলেজে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। নিরাপত্তাও রয়েছে আঁটোসাঁটো। এদিন সব ক্লাস শুরু হয়নি। মূলত ফর্ম ফিল-আপের কাজই হয়েছে।

Latest article