প্রতিবেদন : কলেজে (South Calcutta Law college) পঠন-পাঠন বন্ধ থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল যেহেতু কলেজে পুলিশি নিরাপত্তা রয়েছে তাই সবদিক চিন্তা করেই কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে প্রশাসনিক কাজ চলছে। কিন্তু এবার নতুন করে সিদ্ধান্ত হল সোমবার থেকেই আবার শুরু হতে পারে কলেজের (South Calcutta Law college) পঠন-পাঠন। তবে আদালতের নির্দেশে বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম। কলেজের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সোমবারই শুরু হতে পারে পঠনপাঠন। ক্রাইম সিন যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। পুলিশও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। পরিচয়পত্র দেখিয়ে তবেই ঢোকা যাবে কলেজে। এই নিয়ে অধ্যক্ষ কথা বলেছেন পরিচালন সমিতির সঙ্গে। আগামী সোমবারও জিবি বৈঠক ডাকা হয়েছে। এদিকে, সামনেই পরীক্ষা রয়েছে। তাতেই আরও সংশয় তৈরি হয়েছিল যে কীভাবে পড়ুয়ারা পরীক্ষা দেবে আদৌ ওই কলেজকে পরীক্ষা কেন্দ্র করা যাবে কিনা এই নিয়ে। তবে সেইসব জল্পনা কাটিয়ে আগামী সোমবার থেকে আবার ছন্দে ফেরার চেষ্টায় কসবা আইন কলেজ
আরও পড়ুন- বন্ধ কলকারখানার শ্রমিকদের আর্থিক সহায়তায় ডিজিটাল পোর্টাল আনছে রাজ্য