যৌথ অভিযানে কাশ্মীরি জঙ্গি এসটিএফের জালে

বিভিন্ন জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাকে। জম্মু-কাশ্মীর পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে তার

Must read

প্রতিবেদন : এবার রাজ্যে ধরা পড়ল কাশ্মীরের জঙ্গি! শনিবার রাতে রাজ্য পুলিশ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ক্যানিং থেকে জাভেদ আহমেদ মুন্সি নামে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরেক-ই-মুজাহিদিনের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। বিভিন্ন জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাকে। জম্মু-কাশ্মীর পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে তার। ধৃতকে রবিবার আলিপুর আদালতে হাজির করলে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ওয়েবকুপা : কাজ শুরু করে দিল কোর কমিটি

শ্রীনগরের তানপুরা এলাকার বাসিন্দা জাভেদ মুন্সির বাংলায় আসার খবর পেয়েছিল কাশ্মীর পুলিশ। জাভেদের ট্রেস লোকেশনের হদিশ পাওয়ার পরই তা নিশ্চিত হয়। স্যাটেলাইট লোকেশনের মাধ্যমে ভূস্বর্গ থেকে সরাসরি বাংলার ক্যানিংয়ে জাভেদের খোঁজ মেলে। তারপরই কাশ্মীর পুলিশের তরফে যোগাযোগ করা হয় রাজ্য পুলিশের এসটিএফের সঙ্গে। জাভেদকে খুঁজতে শুরু হয় যৌথ অভিযান। গোপন সূত্রে খবর পাওয়া যায়, ক্যানিংয়ের হসপিটাল মোড় এলাকায় আত্মীয়ের বাড়িতে গত ৩ দিন ধরে গা-ঢাকা দিয়েছে ওই জঙ্গি। শনিবার রাতে বাড়ি ঘিরে ধরে জাভেদকে পাকড়াও করা হয়। ধৃত জাভেদ মুন্সি আইইডি-বোমা বানাতে সিদ্ধহস্ত বলে জানা গিয়েছে।

Latest article