প্রতিবেদন : উপত্যকায় ফের কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Pandit) খুন করল জঙ্গিরা। রবিবার দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) পুলওয়ামা (Pulwama) জেলার আচান এলাকায় এক ব্যাঙ্ক নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে জঙ্গিরা। কাশ্মীর পুলিশ জানিয়েছে, সঞ্জয় শর্মা নামে কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) সম্প্রদায়ের ওই ব্যক্তি বাজারে যাওয়ার সময় আক্রান্ত হন। তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এই হত্যাকাণ্ডের দায় নিয়েছে টিআরএফ নামে একটি জঙ্গি সংগঠন। কাশ্মীরের ডিআইজি রইস আহমেদ বলেছেন, রবিবার সকাল সাড়ে ১০টার সময় হামলা হয়। সঞ্জয় শর্মা (Sanjay Sharma) তাঁর স্ত্রীকে নিয়ে যখন বাজারে যাচ্ছিলেন তখন তাঁর ওপর হামলা চালানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হত্যাকারীদের দ্রুত ধরা হবে। এদিকে উপত্যকায় সংখ্যালঘুদের টার্গেট কিলিং প্রসঙ্গে পিডিপি প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, এই ঘটনাগুলি থেকে শুধুমাত্র বিজেপিই লাভবান হয়, তা সে হরিয়ানা হোক বা কাশ্মীর। বিজেপি এখানে সংখ্যালঘুদের জীবন রক্ষা করতে ব্যর্থ। উপত্যকা স্বাভাবিক আছে দেখাতে তারা শুধুমাত্র সংখ্যালঘুদের ব্যবহার করে। মেহবুবা বলেছেন, বিজেপি (BJP) দেশের মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ধরনের ঘটনাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে। কাশ্মীরি জনগণ এই হত্যাকাণ্ড সমর্থন করে না। দেখা যায় যে এই ধরনের অপকর্ম ঘটলে তা শুধুমাত্র একটি দলের এজেন্ডাকে লাভবান করে। বিজেপি সরকার সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। অথচ নিজেরা এই ব্যর্থতার দায় না নিয়ে মুসলিমদের উপর দোষারোপ করে। ঘটনাচক্রে এই দিনে পাকিস্তানের বালাকোটে ভারত বিমান হামলা চালিয়েছিল। পুলওয়ামা হামলার প্রতিশোধ নিতে ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ পাকিস্তানের পাখতুনখোয়ার বালাকোটে ভারতীয় বিমানবাহিনী মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে।
আরও পড়ুন: খবরে এবার খবরদারি চালাচ্ছে আরএসএস
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…