গ্রাম ছেড়ে পালাচ্ছেন কাশ্মীরিরা

২২ এপ্রিল পহেলগাঁও বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটকের মৃত্যুর পরে কাশ্মীরের ছবিটাই সম্পূর্ণ বদলে গেছে।

Must read

প্রতিবেদন: ২২ এপ্রিল পহেলগাঁও বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটকের মৃত্যুর পরে কাশ্মীরের ছবিটাই সম্পূর্ণ বদলে গেছে। উপত্যকায় জুড়ে সাধারণ মানুষের দিন কাটছে উদ্বেগ ও উৎকণ্ঠায়। শ্রীনগর থেকে সীমান্তবর্তী গ্রাম, সর্বত্রই মানুষের মধ্যে অনিশ্চয়তা। পর্যটনে ধাক্কা অর্থাৎ রোজগার থমকে গেছে কাশ্মীরবাসীর। এর মধ্যে কাশ্মীরের সবথেকে শোচনীয় অবস্থা পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা সেক্টরে।

আরও পড়ুন-মেহতাবকে চান মোলিনা, বিষ্ণু থাকছেন ইস্টবেঙ্গলেই

পহেলগাঁও ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানে সন্ত্রাস দমনের পাল্টা প্রত্যাঘাতে এককথায় প্রাণ হাতে নিয়ে জীবন কাটছে সীমান্তের গ্রামবাসীর। গত কয়েকদিনে পাকিস্তানের লাগাতার গুলিবর্ষণে ১৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহিলা এবং শিশু আছে। নিজেদের ঘর-বাড়ি ও গ্রাম ছেড়ে পালিয়ে অন্য আশ্রয়ের খোঁজ করছেন অনেকেই।

Latest article