একাধিক ফোন দেখিয়ে ইডির দাবি ওড়ালেন কবিতা

১১ মার্চ এবং ২০ মার্চ দু’বার ইডির তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। দিল্লির আবগারি দুর্নীতির মামলায় ইডি এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে

Must read

প্রতিবেদন : দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মঙ্গলবার তৃতীয়বার এনফোর্সমেন্টের দফতরে হাজির হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। এদিন ইডির দফতরে প্রবেশের ঠিক আগে প্রমাণ দেখালেন কবিতা। ইডির দাবি, তথ্য-প্রমাণ লোপাট করতে কবিতা একাধিক ফোন নষ্ট করেছেন।

আরও পড়ুন-ভাগ্নি না বান্ধবী? শ্বেতাকে নিয়ে রহস্য

মঙ্গলবার ইডি দফতরে ঢোকার আগে হাতের ব্যাগ উঁচিয়ে কবিতা দাবি করেন, ইডি যে ফোন নষ্টের অভিযোগ করছে, সেই ফোন এই ব্যাগে রয়েছে। ব্যাগের ফোনগুলি কবিতা সকলকেই দেখান। সোমবার থেকে টানা ইডির জেরার মুখে পড়েছেন কবিতা। কেসিআর কন্যাকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যথারীতি অভিযোগ উঠেছে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধী নেতা-নেত্রীদের হেনস্তা করছে নরেন্দ্র মোদি সরকার।

আরও পড়ুন-চিটফান্ড ফাইল লোপাটে জিজ্ঞাসাবাদ পুরকর্মীকে

কয়েকদিন আগে এক রিপোর্টে ইডি দাবি করেছিল, প্রমাণ মুছতে অন্তত ১০টি ফোন নষ্ট করেছেন কবিতা। কিন্তু মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে ইডি দফতরে যাওয়ার সময় কবিতাই সঙ্গে করে নিয়েছেন দু’টি প্লাস্টিকের ব্যাগ। কবিতা দেখান ওই ব্যাগে ভরা রয়েছে একাধিক ফোন। অর্থাৎ, তিনি যে ফোন নষ্ট করেননি, সেই প্রমাণ হাতে নিয়েই ইডির দফতরে যাচ্ছেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেোমুখি হলেন কবিতা।

আরও পড়ুন-অয়নের দুর্নীতি শুরু বাম আমলে

১১ মার্চ এবং ২০ মার্চ দু’বার ইডির তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। দিল্লির আবগারি দুর্নীতির মামলায় ইডি এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশ কিছু ব্যক্তি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কবিতা অবশ্য ইডির জেরাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন।

Latest article