কবিতাকে টানা ৮ ঘণ্টা জেরা ইডির

দিল্লির আবগারি দুর্নীতি মামলা নিয়ে শনিবার টানা আটঘণ্টা ইডি জেরা করল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে ও বিআরএস নেত্রী কবিতাকে।

Must read

নয়াদিল্লি : দিল্লির আবগারি দুর্নীতি মামলা নিয়ে শনিবার টানা আটঘণ্টা ইডি জেরা করল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে ও বিআরএস নেত্রী কবিতাকে। এই মামলাতেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই ও ইডি। এর আগে এই মামলায় কে কবিতাকে হায়দরাবাদে গিয়ে ৭ ঘণ্টা জেরা করে সিবিআই। সামনেই তেলেঙ্গানায় বিধানসভা ভোট। বিজেপি সেখানে রাজনৈতিক জমি দখলে সক্রিয় হয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করতে শুরু করেছে।

আরও পড়ুন-নারী সুরক্ষা প্রচারে কলকাতা পুলিশের উদ্যোগে মহিলাদের ম্যারাথন

এই প্রসঙ্গে কে কবিতা বলেন, কেন্দ্রীয় সরকার আমার বাবাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ তৃতীয়বারেও রাজ্যে ক্ষমতায় আসতে চলেছেন কে চন্দ্রশেখর রাও। সম্প্রতি দেশের ৯টি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে। সেই চিঠি লেখার পরই কেসিআরের মেয়েকে তলব করে ইডি। এদিকে দিল্লির আবগারি কাণ্ডে দক্ষিণপন্থী লবির কথা বারবার উঠে এসেছে। তদন্তকারীদের অভিযোগ, জাতীয় স্তরের মদের চোরাচালানের সঙ্গে যুক্ত কেসিআর-কন্যা কবিতা। ‘দ্য সাউথ গ্রুপ’ নামে একটি গোষ্ঠী এই কাজ চালাচ্ছে। ধৃত ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ প্রকাশ করেছে ইডি।

Latest article