প্রতিবেদন : বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। গোটা দেশ জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বিজেপিকে চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেন। সেই পথ অনুসরণ করে সম্প্রতি চন্দ্রশেখরও বিজেপি বিরোধিতায় সরব হয়েছেন।
আরও পড়ুন-হিন্দুস্তান জিঙ্কের নিয়ন্ত্রণ পুরোটাই ছেড়ে দিল কেন্দ্র
একইসঙ্গে কার্যত এড়িয়ে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দিল্লি গেলেও কেসিআর মোদির সঙ্গে দেখা করেন না। আবার প্রধানমন্ত্রী তেলেঙ্গানা এলেও তিনি বিমানবন্দরে মোদির সঙ্গে দেখা করা বা কোনও বৈঠক করেন না। বৃহস্পতিবার সকালে হায়দরাবাদে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মোদি। কিন্তু স্বাগত জানানো তো দূরের কথা, প্রধানমন্ত্রী আসছেন জানার পর বেঙ্গালুরু চলে গিয়েছেন চন্দ্রশেখর। রাজনৈতিক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এড়াতেই কেসিআর এদিন বেঙ্গালুরু গিয়েছেন। সেখানে তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে দেখা করেন। চারমাসে এই নিয়ে দ্বিতীয়বার মোদির মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে গেলেন চন্দ্রশেখর রাও। তাঁর দল টিআরএসের দাবি, মুখ্যমন্ত্রীর এই সফর পূর্বনির্ধারিত। আর বিজেপি সরব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগে।