২০২৫ সালের ২রা মে পুণ্যার্থীদের জন্য খুলে যাবে কেদারনাথ ধামের (Kedarnath) দরজা। একইসঙ্গে খুলবে বদ্রীনাথ ধামও। শুক্রবার বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির (BKTC) তরফ থেকে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের একটি বিশেষ দল কেদারনাথে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই ভক্তদের জন্য খুলছে চারধামের দরজা।
আরও পড়ুন-রাতের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার জয়পুর
বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটির অ্যাডভান্স টিম শুক্রবার কেদারনাথ ধামে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। প্রসঙ্গত, কেদারনাথ ধামের সঙ্গে বদ্রীনাথ ধামের দরজা খুলবে। মে মাসের ৪ তারিখে খুলতে চলেছে বদ্রীনাথ ধাম এর দ্বার। অতএব আগামী মাস থেকে এই দুটি মন্দির দর্শনের সুযোগ পাবেন ভক্তরা।
আরও পড়ুন-হাজার বছর ধরে বাংলার স্থাপত্যের নিদর্শন হয়ে থাকবে দিঘার এই মন্দির
উল্লেখ্য, মদমহেশ্বর মন্দির এর দরজা দর্শনার্থীদের জন্য খুলছে ২১শে মে। এই মন্দিরটি দ্বিতীয় কেদার হিসাবে পরিচিত। কেদারনাথের মতোই তুঙ্গনাথ মন্দির খুলবে ২রা মে। তুঙ্গনাথ মন্দিরটি তৃতীয় কেদার হিসাবে পরিচিত। প্রতি বছর বহু পুণ্যার্থী চারধাম যাত্রায় যান। হিমালয়ের প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেই চলে এই চারধাম যাত্রা। পায়ে হেঁটে বা হেলকপ্টারে চড়ে এই যাত্রা করেন ভক্তরা। পুণ্যার্থীদের সুবিধার জন্যই হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে। তবে, অধিকাংশ ভক্ত পায়ে হেঁটেই চারধাম যাত্রা করেন।