মণীশ কীর্তনিয়া: আগামী ২৮ ডিসেম্বর, রবিবার মেগা ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত সব থেকে বড় এই সাংগঠনিক বৈঠকে রাজ্য জুড়ে তৃণমূলের ১ লক্ষ নেতা-কর্মী যোগ দেবেন। থাকবেন বিএলএ-২-রাও। সেখানেই এসআইআর পর্বের পরবর্তী নির্দেশিকা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে ২৬ তারিখ আরও একটি ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এখানে যোগ দেবেন প্রায় ৫ হাজার নেতা-কর্মী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করবেন। যাতে আগামী দিনে বাংলা জুড়ে এই বিষয়ে প্রচার আরও জোরদার করার দিকে বিশেষ নজর দেওয়া হবে। এ-ছাড়া আলোচনায় থাকবে ‘উন্নয়নের পাঁচালি’। সব মিলিয়ে সরকারের যাবতীয় কর্মকাণ্ড নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ— একসুরে মানুষের কাছে প্রচারে পৌঁছতে হবে।
আরও পড়ুন-দিনের কবিতা
তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ২৮ তারিখের ভার্চুয়াল বৈঠকে কার্যত দলকে পথনির্দেশিকা দেওয়া হবে। যা পাথেয় করেই নির্বাচনী ময়দানে নামবে দল। উল্লেখ্য, নেতাজি ইনডোরে বিএলএদের সভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই রাজ্যের সকলকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতোই এই মেগা বৈঠক করতে চলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই দুটি বৈঠকের প্রস্তুতি তুঙ্গে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…