পরাজয় মানলেন সুনক, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার!

Must read

ব্রিটেনে ভরাডুবি ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির। ভোটে ঝড় লেবার পার্টির। ইতিমধ্যেই ৬৫০ আসনের হাউস অব কমন্সের ৪২৬ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ৩০২টি আসনে জয় পেয়েছেন লেবার পার্টির প্রার্থীরা। অন্যদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল মাত্র ৬৪টি আসনে জয়লাভ করেছে। অর্থাৎ এটা স্পষ্ট যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ের স্টার্মার (Kier Starmer)।

এদিকে শুক্রবার সকালে পরাজয় কার্যত মেনে নিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী সুনক প্রতিদ্বন্দ্বী স্টার্মারকে শুভেচ্ছা জানিয়েছেন। বলেন, “ব্রিটেনের জনতা খুব স্পষ্ট জনাদেশ দিয়েছেন। ফল থেকে অনেক কিছু শেখার আছছ। ভাবনা চিন্তা করতে হবে।” সুনক আরও জানিয়েছেন, ফলপ্রকাশের পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন। তারপরে ফিরে যাবেন নিজের ইয়র্কশায়ারের বাড়িতে।

আরও পড়ুন :পুলিশ কি বাঁচাতে চাইছে ভোলে বাবাকে? এখনও অধরা হাথরস-ভিলেন, গ্রেফতার ৬

ব্রিটেনে স্টার্মার-এর নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ বছর পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বিরোধী দলনেতা স্টারমার (Kier Starmer)।

Latest article