কংগ্রেস-বিজেপি আঁতাতের অভিযোগ কেজরির

ইন্ডিয়া জোটের সাম্প্রতিক হালচাল নিয়ে এবার উষ্মা প্রকাশ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। তাঁর মতে, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল শুধুমাত্র লোকসভা নির্বাচনের কথা ভেবেই।

Must read

প্রতিবেদন: ইন্ডিয়া জোটের সাম্প্রতিক হালচাল নিয়ে এবার উষ্মা প্রকাশ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। তাঁর মতে, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল শুধুমাত্র লোকসভা নির্বাচনের কথা ভেবেই। তেজস্বী স্পষ্ট বুঝিয়ে দিতে চাইলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রতি তাঁর পূর্ণ আস্থা। অর্থাৎ, ইন্ডিয়া জোটের যে দল যেখানে শক্তিশালী পূর্ণক্ষমতায় সেই দল লড়াই করবে সেখানেই, সেই রাজ্যেই। এদিকে বিজেপির বিরুদ্ধে তো বটেই, এবার কংগ্রেসের বিরুদ্ধে আরও বিস্ফোরক হয়ে উঠলেন অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি দু’টি দলের মধ্যে গোপন আঁতাতের অভিযোগ আনা হল আপের পক্ষ থেকে। দিল্লি বিধানসভা নির্বাচনেক আগে গোপন জোট গড়েছে কংগ্রেস ও বিজেপি, বিগত কয়েকদিন ধরে লাগাতার এমনই অভিযোগ করা হচ্ছে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি সূত্রে৷

আরও পড়ুন-ভোটের মুখে ডিগবাজি মোদির

এই প্রসঙ্গেই কংগ্রেস-বিজেপিকে নিশানা করেছেন খোদ আপ সুপ্রিমো এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ শুক্রবার এক ধাপ এগিয়ে আম আদমি পার্টির তরফে দলের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দাবি জানানো হয়েছে যে, দিল্লিতে কংগ্রেসের একটি অফিসে বিজেপি নেতাদের সঙ্গে বসে গোপন শলা পরামর্শ করছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা, এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী সন্দীপ দিক্ষিত৷ আপ শিবিরের দাবি, কংগ্রেস অফিসে বিজেপির নেতাদের সঙ্গে সন্দীপের শলা পরামর্শ করার দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকদেরই একটা অংশ৷ তাদের রোষের মুখে পড়ে দৌড়ে অফিস ছেড়ে পালাতে বাধ্য হন সন্দীপ দিক্ষিত৷ আপ শিবিরের এই অভিযোগে দিল্লিতে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে৷ যদিও আপ-র অভিযোগ নিয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি কংগ্রেস বা বিজেপির তরফে৷ এরই মাঝে শুক্রবার আম আদমি পার্টি ও কংগ্রেসের বিরোধ নিয়ে মুখ খুলেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত৷ তাঁর কথায়, ইন্ডিয়া জোটের অন্দরে পারস্পরিক সমন্বয় রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কংগ্রেস।

Latest article