প্রতিবেদন: ৭৫ বছর বয়সে এল কে আদবানি অবসর নিলে নরেন্দ্র মোদি নেবেন না কেন? প্রশ্ন তুললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। প্রশ্নটা ছুড়ে দিলেন সংঘ প্রধান মোহন ভগবতের উদ্দেশ্যে। রবিবার দিল্লিতে ‘জনতা কি আদালত’এর প্রথম সমাবেশে এই প্রশ্ন তুলে উস্কে দিলেন সংঘ পরিবারের মধ্যে ফাটল। দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সময়েই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন নিজের গায়ে লেগে থাকা আবগারি দুর্নীতির অভিযোগের সত্যাসত্য নির্ধারণের লক্ষ্যে তিনি দিল্লিবাসীর দরবারে যাবেন৷
আরও পড়ুন-মানুষখেকো চিতাবাঘ ধরতে সেনা নামল রাজস্থানের গভীর জঙ্গলে
সেই মতই এবার দিল্লিতে ‘জনতা কি আদালত’ সমাবেশ শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল৷ রবিবার ছিল এই সমাবেশের প্রথম পর্ব৷ এদিন দিল্লির যন্তর মন্তরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একদিকে কেজরিওয়াল নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন৷ অন্যদিকে, তাঁর প্রধান লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে আক্রমণ করা৷ কেন তিনি দিল্লিবাসীর দরবারে এসেছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে কেজরিওয়াল অভিযোগ করেন, আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তিহার জেলে বন্দি করে রাখা হয়েছিল৷ সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে এই চক্রান্ত৷ ওরা জামিন দিয়েছে, এর জন্য আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ৷ আমি আগেই বলেছি, আমি সত্ না অসত্, ইমানদার না বেইমান তার বিচার করবেন আপনারা, দিল্লিবাসী৷ তাই আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি৷ এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনারাই৷ দিল্লিবাসী তাকে ক্লিন চিট দেওয়ার পরেই ফের তিনি দিল্লির মসনদে বসার বিষয় নিয়ে ভাববেন বলেও এদিন আভাস দেন কেজরিওয়াল নিজেই৷
আরও পড়ুন-তদন্তে অগ্রগতি নেই নাটক শুধু নার্কো-পলিগ্রাফ টেস্টে
এর পরেই কেজরিওয়াল সরাসরি নিশানা করেন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এই প্রসঙ্গেই তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভাগবতের উদ্দেশে পাঁচটি প্রশ্ন করেন৷ তাঁর প্রথম প্রশ্নে কেজরিওয়াল আরএসএস প্রধান মোহন ভাগবতের থেকে জানতে চান, ইডি-সিবিআই-র ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে প্রধানমন্ত্রী মোদি যেভাবে বিরোধী দলে ভাঙন ধরাচ্ছেন তা গোটা দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, এটা মোহন ভাবগত স্বীকার করেন কি না৷ এর পরেই কেজরিওয়ালের প্রশ্ন ছিল, বিজেপি যে নীতি নিয়ে এগোচ্ছে, তা আরএসএস-র মনপসন্দ কিনা৷ প্রধানমন্ত্রী মোদি যেভাবে দেশের দুর্নীতিগ্রস্ত একের পর এক নেতাকে নিজেদের দলে নিয়েছেন, সেটা সংঘ পরিবার অনুমোদন করে কি না, যন্তর মন্তরে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ইতিহাস বলে, বিজেপি জন্মগ্রহণ করেছে সংঘ পরিবার থেকে৷ কাজেই বিজেপির খারাপ কাজের দায় এড়াতে পারে কি সংঘ পরিবার ? বিজেপি সভাপতি জে পি নাড্ডা কিছুদিন আগেই দাবি করেছেন যে বিজেপি এখন স্বনির্ভর, তারা আরএসএস-র সাহায্য ছাড়াই পথ চলতে পারবে৷ সংঘ প্রধান মোহন
ভাগবত নিজেও কি তাই মনে করেন? প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল৷