প্রতিবেদন: মৃত বন্ধুর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে দিল্লির নারী ও শিশুকল্যাণ কর্তা গ্রেফতার। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে পদ থেকে বরখাস্ত করা হয়েছে ওই আধিকারিককে।
আরও পড়ুন-ঢালাও দুর্নীতির পাঁকে ডুবে, অমিত শাহের মন্ত্রক, জানাল কেন্দ্রের ভিজিল্যান্স কমিশন
প্রশ্ন উঠছে, নিজে নারী ও শিশুকল্যাণ দফতরের উচ্চপদস্থ আধিকারিক হয়েও কীভাবে ধর্ষণের মতো অপরাধ করলেন ওই ব্যক্তি? অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরীর গর্ভপাতও করিয়েছিলেন দিল্লির ওই উচ্চপদস্থ অফিসার। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে যৌথভাবে অপরাধ করে আসছিলেন ওই আধিকারিক এবং তাঁর স্ত্রী। অভিযুক্ত প্রেমোদয় খাখা ও তাঁর স্ত্রীকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন-বেনজির কাণ্ড! পাঁজি দেখে অপরাধ মোকাবিলার নির্দেশ, যোগীরাজ্যে গেরুয়াকরণের কুৎসিত নজির
অন্যদিকে, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন, স্বাতী মালিওয়ালের অভিযোগ, হাসপাতালে নাবালিকা নির্যাতিতার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আধঘণ্টা ধরে হাসপাতাল প্রশাসন আমাকে নির্যাতিতা নাবালিকার সঙ্গে দেখা করতে বাধা দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ এ-জন্য কলকাঠি নেড়েছে। স্বাতীর অভিযোগ, এত মারাত্মক অভিযোগ ওঠার পরেও দিল্লি পুলিশ কী লুকাতে চায়?