প্রতিবেদন: কংগ্রেসের সঙ্গে আর কোনও ভাবেই জোট বাঁধবে না আপ। বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করেই বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ব্যাপারে তিনি যে গভীরভাবে আত্মবিশ্বাসী, এদিন তা বুঝিয়ে দিলেন কেজরিওয়াল। অনেক আগেই অবশ্য কংগ্রেসকে বাদ দিয়ে একলা চলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন তিনি। দু’দফার প্রার্থী তালিকাও প্রকাশ করে দিয়েছিলেন।
আরও পড়ুন-জঙ্গলমহলে বাঘিনীর দাপাদাপি পর্যটকদের সতর্ক করল বনবিভাগ
তবুও বিভিন্ন সূত্রে চেষ্টা চালানো হয়েছিল আপ-কংগ্রেসের জোটবদ্ধ লড়াইয়ের। কিন্তু রাজনৈতিক বিশেজ্ঞরা বলছেন, হরিয়ানার নির্বাচনে যেহেতু আপকে সঙ্গে নিতে রাজি হয়নি কংগ্রেস, তাই দিল্লিতে তাদের মুখের উপর জবাব দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বুঝিয়ে দিলেন বিজেপিকে রুখতে তাঁরা নিজেরাই যথেষ্ট।