৩ দিনের সিবিআই হেফাজত আদালতে অসুস্থ হয়ে পড়লেন কেজরিওয়াল

আবার গ্রেফতার হওয়ার পরেই অবশ্য সুপ্রিম কোর্টে তাঁর আবেদন প্রত্যাহার করে নেন আপ সুপ্রিমো। আপাতত তাঁর ঠিকানা তিহার জেলই।

Must read

প্রতিবেদন: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৩ দিনের সিবিআই (CBI) হেফাজতে পাঠাল আদালত। বুধবার আদালতে সওয়াল-জবাব চলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেজরিওয়াল। জানা যায় তাঁর সুগার লেভেল কমে গেছে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির তিহার জেলে বন্দি আপ সুপ্রিমোকে মঙ্গলবার রাতেই জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বুধবার সকালে তাঁকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করা হয়। হাজির করানো হয় রাউস অ্যাভিনিউ আদালতে।

আরও পড়ুন-নয়া অধ্যক্ষকে কড়া বার্তা সুদীপের

সিবিআই ৫ দিনের হেফাজত চাইলেও আদালত মঞ্জুর করে ৩ দিনের হেফাজত। লক্ষণীয়, এর আগে একই মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। ২০ জুন নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও ইডির আবেদনের ভিত্তিতে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। ইতিমধ্যে কেজরি দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, দিল্লি হাইকোর্টের রায় বের হওয়ার পরই বুধবার শুনানি হবে কেজরির আবেদনের। কিন্তু মঙ্গলবারই কেজরির জামিন খারিজ করে দেয় হাইকোর্ট। তারপরই শুরু হয় সিবিআইয়ের তৎপরতা। আবার গ্রেফতার হওয়ার পরেই অবশ্য সুপ্রিম কোর্টে তাঁর আবেদন প্রত্যাহার করে নেন আপ সুপ্রিমো। আপাতত তাঁর ঠিকানা তিহার জেলই।

Latest article