কংগ্রেসকে বাদ দিয়ে দিল্লিতে বড় সমাবেশ করতে চান কেজরিওয়াল

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: কয়েকদিন আগেই কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া জোট পরিচালনা করার দাবি তুলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ এই বিষয় নিয়ে দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতাসীন আপের শীর্ষনেতারা ইন্ডিয়া জোটের সদস্য অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও শুরু করেছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে৷ এই আবহে এবার অরবিন্দ কেজরিওয়ালের দলের আরও একটি ভাবনা সামনে আসছে, যেখানে নতুন বছরের শুরুর দিকেই দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির শীর্ষ নেতাদের নিয়ে একটি বড় সর্বভারতীয় রাজনৈতিক সমাবেশ আয়োজনের কথা ভাবা হচ্ছে৷ আপ চাইছে কংগ্রেসকে বাদ দিয়েই আয়োজিত হোক এই সমাবেশ, যেখানে আপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, শারদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনার মতো দলের শীর্ষ নেতৃত্ব৷ এই বিষয় নিয়ে আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নিজে কথা বলতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দাবি জানানো হয়েছে দিল্লির আপ সূত্রে৷ ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে৷ তার আগে যদি এই ধরনের সমাবেশ করা সম্ভব হয়, তাহলে দিল্লি বিধানসভা ভোটের আগে বিজেপিকে আরও বেশি চাপে ফেলা সম্ভব হবে অনুমান করেই আপের তরফে এমন ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যেই বিজেপির মিথ্যাচারের রাজনীতির ছবি প্রকাশ্যে উঠে এসেছে। বিজেপি ভোটার তালিকায় কারচুপিতে নেমেছে। রবিবার আপ শিবির সোচ্চার হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে হাতিয়ার করে৷ এই প্রসঙ্গে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সরাসরি তোপ দেগেছেন বিজেপিকে নিশানা করে৷ তাঁর দাবি, আমাকে হারানোর জন্য ‍‘অপারেশন লোটাস’ পরিচালনা করছে বিজেপি৷ আপ যাতে কোনওভাবেই দিল্লিতে ক্ষমতা ফিরে না পায়, সেদিকে লক্ষ রেখে সব ধরনের ষড়যন্ত্র করছে বিজেপি৷ কেজরিওয়ালের সংযোজন, আমার কেন্দ্র নয়াদিল্লিতে পাঁচ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে দিয়ে সাড়ে সাত হাজার নতুন ভোটারের নাম ভোটার তালিকায় যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে৷ বিজেপি প্রকাশ্যে ষড়যন্ত্র করছে৷ এর পরেই কেজরিওয়াল আরও অভিযোগ করে বলেন, বিজেপি দিল্লির বাইরে থেকে লোক ঢোকাচ্ছে আম আদমি পার্টিকে হারানোর জন্য৷ তাদের ভুয়ো ভোটার বানিয়ে দেওয়া হচ্ছে৷

আরও পড়ুন- ক্ষুদ্রশিল্পে ৪০ হাজার আবেদন, ২০০০ কোটি বিনিয়োগ-সম্ভাবনা

Latest article