কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি, প্রতিবাদে আন্দোলনের পথে ইন্ডিয়া

তাঁর স্বাস্থ্যের অবনতির জন্য তিহাড় জেল কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতিকেই দায়ী করছেন বিরোধীরা। অভিযোগ, নেপথ্যে কলকাঠি নাড়ছে বিজেপি।

Must read

প্রতিবেদন: আপ-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগে ইন্ডিয়া জোটের নেতারা। তাঁর স্বাস্থ্যের অবনতির জন্য তিহাড় জেল কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতিকেই দায়ী করছেন বিরোধীরা। অভিযোগ, নেপথ্যে কলকাঠি নাড়ছে বিজেপি। এরই প্রতিবাদে একুকাট্টা হয়ে আন্দোলনে নামছে ইন্ডিয়া জোট। ৩০ জুলাই দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে শামিল হবেন বিরোধী জোটের নেতারা। জানা গিয়েছে আপসূত্রে। এদিকে দিল্লির আবগারি নীতি মামলায় ফের চাপ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৮ অগাস্ট পর্যন্ত বাড়াল। জানা গিয়েছে, বৃহস্পতিবার তিহাড় জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হয় তাঁকে।

আরও পড়ুন-সবার আচরণই সংযত হওয়া উচিত : স্পিকার

অন্যদিকে, আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট ১৭ জুলাই স্থগিত রেখেছে রায়দান। কেজরিওয়াল তাঁর গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন। সিবিআইয়ের দাবি, সম্পূর্ণ প্রমাণ হাতে আসার পরেই আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। বিচারপতি নীনা বনশল কৃষ্ণও কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের বিষয়ে রায়দান স্থগিত রেখেছেন। এদিন মামলার শুনানির পর বিচারক জানান, আগামী ৮ অগাস্ট পর্যন্ত জেলেই থাকতে
হবে কেজরিওয়ালকে।

Latest article