প্রতিবেদন : বাংলার জঙ্গল পর্যটনে নতুন মাত্রা যোগ করতে আগ্রহী কেনিয়া সরকার। সহযোগী দেশ হিসাবে এবার কেনিয়া এসেছে বাংলার বাণিজ্য সম্মেলনে উঠোনে। সেখানে কেনিয়ার তরফে জানানো হয়েছে, সাফারি টেকনোলজির পাঠ দিতে চায় কেনিয়া। এদিকে ইতিমধ্যেই বাংলার একাধিক অভয়ারণ্যে সাফারি চালু রয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি তো একেবারে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন-দেউচায় বিদেশি লগ্নি
আর সেই সাফারিকে আরও বিজ্ঞানসম্মত, পরিবেশবান্ধব করে তুলতে প্রয়োজনীয় সহায়তা করতে চায় কেনিয়া। মুখ্যমন্ত্রী নিজেও কেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে এনিয়ে আলোচনা করেছেন। এদিকে বন্য জীবজন্তুদের কোনওরকম ক্ষতি না করেই কেনিয়ার জঙ্গলকে যেভাবে পর্যটকদের কাছে তুলে ধরা হয়েছে অনেকটা সেরকমভাবেই বাংলার জঙ্গল সাফারিকেও আরও আকর্ষণীয় করার টিপস দিতে চায় কেনিয়া। এতে পর্যটনক্ষেত্রে বিপুল বিনিয়োগেরও সম্ভাবনা রয়েছে।