আদানি গোষ্ঠীর সব চুক্তি বাতিল করলেন কেনিয়ার প্রেসিডেন্ট

কেনিয়ার বাতিল প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিতর্কিত জোমো কেনিয়াটা আন্তর্জাতিক বিমানবন্দর অধিগ্রহণ এবং একটি বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প।

Must read

প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধনকুবের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে বৃহৎ ঘুষ কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ আনার পরই আফ্রিকায় ব্যবসায়িক ধাক্কা খেল আদানি গোষ্ঠী। গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আদানি গোষ্ঠীর সঙ্গে সেদেশের সরকারের সমস্ত চুক্তি (যার মধ্যে বিতর্কিত জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের অধিগ্রহণও অন্তর্ভুক্ত) অবিলম্বে বাতিলের ঘোষণা করেছেন। কেনিয়ার পার্লামেন্টের যৌথ অধিবেশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আদানি গোষ্ঠীর সঙ্গে জড়িত দুটি বড় অবকাঠামো প্রকল্প বাতিলের ঘোষণা করেন।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবৈষম্যের গুরুতর অভিযোগ

কেনিয়ার বাতিল প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিতর্কিত জোমো কেনিয়াটা আন্তর্জাতিক বিমানবন্দর অধিগ্রহণ এবং একটি বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প। প্রেসিডেন্ট রুটো ব্যাখ্যা করেন যে, কেনিয়ার তদন্তকারীদের পাওয়া নতুন প্রমাণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সরবরাহ করা তথ্য এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এই প্রমাণগুলি ভারতীয় এই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সঙ্গে সম্পর্কিত। এই ঘোষণা এমন এক সময়ে এল যখন গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষের বিশাল ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। চুক্তি বাতিল করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন খোদ প্রেসিডেন্ট। তাঁর ঘোষণার সঙ্গে সঙ্গে কেনিয়ার দুই কক্ষের আইনপ্রণেতারা দলীয় বিভাজন অতিক্রম করে উল্লাস ও করতালিতে ফেটে পড়েন। চুক্তি বাতিলে সমর্থন ঘোষণা করে সম্মিলিতভাবে উঠে দাঁড়ান কেনিয়ার সাংসদরা।

Latest article