প্রতিবেদন : দেশে কোভিডের বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্র হিমশিম খেলেও নিজেকে সুরক্ষিত রাখতে ব্যস্ত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধ্যতামূলক হল কোভিড টেস্ট। ভারতে কোভিড-১৯-এর সক্রিয় কেস সংখ্যা ৭,০০০ ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মন্ত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী, সাতজন সাংসদ এবং বিধায়করা-সহ দিল্লির প্রায় ৬০ গেরুয়া নেতা বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যান। জানা গিয়েছে, তাঁদের সকলকেই আরটি-পিসিআর পরীক্ষা করাতে হয়েছে।
আরও পড়ুন-এখনও কিন্তু অধরা পহেলগাঁওয়ের খুনিরা, সেনার পোশাকে ফের ২ সশস্ত্র সন্ত্রাসবাদী ঢুকে পড়ল কাশ্মীরে
মোদি বুধবার সন্ধ্যা ৭.৩০টায় রাজ্য দলের সকল নেতাকে নৈশভোজে আপ্যায়িত করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবার প্রকাশিত সরকারি বিবৃতি অনুযায়ী, রাজ্য সরকারের তৎপরতায় বাংলায় সেভাবে মাথাচাড়া দিতে না পারলেও গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৬টি নতুন কেস এবং ৬টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে কেরলে ৩টি, মহারাষ্ট্রে ১টি এবং কর্নাটকে ২টি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি দেখিয়েছে কেরল, যেখানে ১৭০টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। এদিকে, গুজরাতে ১১৪টি নতুন সংক্রমণ এবং ১,২২৩টি সক্রিয় কেস রেকর্ড করা হয়েছে। এরপর রয়েছে কর্নাটক, যেখানে ১০০টি নতুন কেস নথিভুক্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৬৬টি নতুন কেস রেকর্ড করা হয়েছে এবং শহরের মোট সক্রিয় কেস সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭। সক্রিয় কেসের তালিকায় শীর্ষে রয়েছে কেরল। এখানে মোট সক্রিয় কেস ২,০০০ ছাড়িয়ে গেছে। এরপর রয়েছে গুজরাত, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। কোভিড কেস বৃদ্ধির মধ্যে, হাসপাতালগুলির প্রস্তুতি যাচাই করার জন্য কেন্দ্রের স্বাস্থ্য দফতর দেশজুড়ে মক ড্রিল শুরু করেছে। রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, স্বাস্থ্যকর্তারা জোর দিয়ে বলেছেন যে বেশিরভাগ কেসই মৃদু প্রকৃতির।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…