পড়ুয়াদের মন জয় করে ফেলেছে কেরলের রোবট-শিক্ষক পুপি

Must read

প্রতিবেদন: শিক্ষকের ভূমিকায় রোবট। রীতিমতো মনও জয় করে নিয়েছে ক্ষুদে পড়ুয়াদের। গানের সুরে রাইমস, ছড়া কাটা, কবিতা আর গল্প শোনানো- ছাত্র-ছাত্রীরা যা চাইছে তা-ই পাচ্ছে রোবট-শিক্ষকের কাছে। চাইলে পড়ুয়াদের প্রশ্নের উত্তরও দিচ্ছে ওই রোবট। তাই জনপ্রিয়তাও বাড়ছে হু হু করে। হ্যাঁ, কেরলের তিরুঅনন্তপুরমে বিরাকুপুরাকোট্টা সরকারি উচ্চপ্রাথমিক স্কুলে পড়ানোর দায়িত্ব পেয়েছে একটি রোবট। নাম পুপি। সত্যিই একটা দৃষ্টান্ত তৈরি করল কেরলের ওই সরকারি স্কুল। কেন শিক্ষক হিসাবে নিয়োগ করা হল এই রোবটকে? মূল উদ্দেশ্য, পড়ুয়াদের মনে পড়াশোনার প্রতি আগ্রহ জাগানো, মনোযোগী করে তোলা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই পুপি (Poopy) নামের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা হিউমানয়েড রোবট শিক্ষককে নিযুক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- রাষ্ট্রসংঘের অনুষ্ঠান অসলোয় আমন্ত্রিত বক্তা অভিষেক

লক্ষণীয়, তিরুঅনন্তপুরমের বার্টন হিল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের স্টার্ট আপ সংস্থা রেডফক্স রোবোটিকস মাত্র ৩ সপ্তাহের মধ্যে ওই রোবট শিক্ষককে তৈরি করেছে। রোবটটি তৈরি করেছেন সংস্থার কর্ণধার তথা ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক পড়ুয়া বিমুন এ। তাঁকে সাহায্য করেছেন জিনসো রাজ নামে আর-এক বিটেক পড়ুয়া।
ওই প্রকল্পে নানা রকম ভাবে সাহায্য করেছেন কেরলের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান হরিপ্রিয়া এ পি ও রাজ্যের আর-এক সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ শাইনি জি ও। মালয়ালি ও ইংরেজি ভাষায় দক্ষ রোবট শিক্ষক পুপির জনপ্রিয়তাও এখন তুঙ্গে। ডাক আসছে অন্যান্য স্কুল থেকেও। আগ্রহ দেখিয়েছে আরও অন্তত ৫টি স্কুল।

Latest article