অলোক সরকার : চোট পাওয়া প্লেয়ার নিয়ে কখনও ম্যাচ জেতা যায় না। তাই পাকিস্তান ম্যাচে ভারতের হার দেখে তিনি মোটেই অবাক হননি। কেশব বন্দ্যোপাধ্যায় এখনও বুঝতে পরছেন না কেন সেই ম্যাচে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক হার্দিক পান্ডিয়াকে খেলাতে গেল! “আমি বলব ওখানে অবশ্যই ঈশান কিশানকে খেলানো উচিত ছিল। ও ফর্মে থাকা প্লেয়ার। নিউজিল্যান্ড ম্যাচে যেন এই ভুল না করে ভারত।” বললেন কেশব।
তিনি রাঁচির লোক বলে আর এক ঝাড়খণ্ডের প্লেয়ারের জন্য গলা ফাটাচ্ছেন, এমন নয়। আর ঈশান যে রাঁচির ছেলে, তা-ও নয়। আদতে পাটনার বাসিন্দা। বিহারের যখন ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমোদন ছিল না, তখন তিনি রাঁচির ক্লাব ক্রিকেট খেলতে চলে আসেন সেখানে। তারপর ধাপে ধাপে জুনিয়র রাজ্য দল ও তারপর রঞ্জি খেলে নিজেকে পরিমার্জিত করেছেন। অতঃপর সোজা ভারতীয় দলে। রাঁচির বাসিন্দা কেশব জানালেন, মহেন্দ্র সিং ধোনির পর ঈশানের জন্য বেশ একটা গণ-আবেগ তৈরি হয়েছে তাঁদের শহরে। অনেকেই দাবি তুলছেন রবিবারের ম্যাচে ঈশানকে চাই। দেখার বিষয়, কী হয়।
আরও পড়ুন : এক হারেই মুছে যাবে না ভারত : আথারটন
শুরুতে রোহিত ও রাহুল। তিনে বিরাট। কেশব বলছেন, চারে ঈশানকে খেলানো যেতে পারে। তাতে লেফট-রাইট কম্বিনেশন তৈরি হয়ে যাবে। কারণ ছয়ে ফের বাঁহাতি রবীন্দ্র জাদেজা। এটা দলকে সুবিধা দেবে। নাহলে ঈশানকে শুরুতে এনে রাহুলকে পরে পাঠানো যেতে পারে। “এর সঙ্গে চাই তিন স্পিনার। জাদেজা আর বরুণের সঙ্গে অবশ্যই দেখতে চাই অশ্বিনকে। এটা লো-স্কোরিং টুর্নামেন্ট। তাই যত বেশি স্পিনার খেলানো যায়, তত ভাল। আমার মনে হয়, নিউজিল্যান্ড ম্যাচে বিরাটের দুই পেসারের বেশি যাওয়াই উচিত নয়। ওখানে জোরে বোলারদের বিশেষ কিছু করার নেই।” রাঁচি থেকে ফোনে বলছিলেন ধোনির ছেলেবেলার কোচ।
পাকিস্তান ম্যাচে বিরাটদের হাল দেখে তিনি বেশ অবাক হয়েছেন। এত ম্যাচ খেলা দল এভাবে ভেঙে পড়বে কেন! অবস্থা দেখে কেশবের মনে হচ্ছে ভারতের শেষ চারে যাওয়া এখন ফিফটি-ফিফটি সম্ভাবনা। “তবে এখনও সময় আছে। টিম কম্বিনেশন ঠিক করতে হবে। চোট পাওয়া প্লেয়ারের আগে ফিট প্লেয়ারকে অগ্রাধিকার দিতে হবে। হার্দিক নিউজিল্যান্ড ম্যাচে বল করলেও ঈশানকে খেলাতে হবে। ওর মতো সাহসী ও ছন্দে থাকা প্লেয়ারই পারে ভারতীয় ব্যাটিংকে স্থিতি দিতে।” বলেছিলেন টিম বিরাটের মেন্টরের ছোটবেলার কোচ।