আজ থেকে জমে উঠবে খাদি মেলা

গত বছর খাদি মেলায় প্রায় ২ কোটি ৪৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবারে সেই পরিমাণ বাড়বে বলে আশা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বড়দিন আর বছর শেষের উৎসবের মরশুমে বহরমপুরে বসতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলার আসর। আজ, রবিবার উদ্বোধন নবম খাদি মেলার। শনিবার ব্যারাক স্কোয়ারে মেলা প্রাঙ্গণে ছিল জোরদার প্রস্তুতি, ব্যস্ততা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মেলায় অংশ নেবেন ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীরা। ৬ জানুয়ারি অবধি চলবে মেলা। উত্তরবঙ্গের বাঁশ, বেতের শিল্প থেকে বিভিন্ন খাদি দ্রব্য, বস্ত্র প্রতিষ্ঠান, জেলা শিল্পকেন্দ্র থেকে মৎস্য দফতরর, উদ্যান পালন থেকে হস্ত ও তাঁতশিল্পের সম্ভার থাকছে এবারেও। এবছর স্টল সংখ্যা বেড়ে প্রায় ১৭৫ হয়েছে।

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে আড়িপাতায় মার্কিন আদালতে দোষী পেগাসাসের নির্মাতা

গত বছর খাদি মেলায় প্রায় ২ কোটি ৪৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবারে সেই পরিমাণ বাড়বে বলে আশা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় জানান, উত্তরবঙ্গের বাঁশ ও বেতের শিল্পীরা থাকবেন, বিভিন্ন খাদি প্রতিষ্ঠান থাকবে, বিভিন্ন দফতরের স্টলও থাকবে মেলায়। খাদি ব্যবসায়ী থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইত্যাদি দফতরের স্টল থাকবে মেলায়। মেলার শৃঙ্খলা ও শান্তিরক্ষায় পুলিশেরও আলাদা স্টল থাকবে। খাকবে ক্রীড়া দফতরেরর স্টল, খাবারের স্টল। সমস্ত দিক থেকেই এই মেলায় থাকবে রাজ্যের বড় ধরনের অংশগ্রহণ। আট বছর ধরে বহরমপুর শহরের খাদি মেলা কার্যত রূপ নেয় মিলনমেলার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। শিল্পীরাও সুযোগ পান নিজেদের প্রতিভা, কাজ মেলে ধরার। আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। এবছরও মুর্শিদাবাদ খাদি মেলা ঘিরে বাড়ছে উন্মাদনা।

Latest article