হস্তশিল্পীদের সহায়তা দিতে শুরু খাদিমেলা

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : রাজ্যের হস্তশিল্পীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে দুর্গাপুরে (Durgapur) শুরু হল ‘খাদিমেলা’‌। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে। মেলার উদ্বোধন করেন ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মেলায় রাজ্যের প্রতিটি জেলা ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের হস্তশিল্পীরা অংশগ্রহণ করেন। চন্দ্রনাথ জানান, মেলায় ৯০টি স্টল হয়েছে। নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া প্রভৃতি জেলা থেকে তাঁতশিল্পীরা অত্যন্ত উৎকৃষ্ট মানের দৃষ্টিনন্দন শাড়ির সম্ভার নিয়ে এসেছেন। এ বছর এই খাদিমেলা চতুর্থ বর্ষে। উদ্বোধন পর্বে দুর্গাপুর (Durgapur) নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, গত কয়েক বছর হস্তশিল্পীরা এই মেলায় অংশ নিয়ে ভাল মুনাফা অর্জন করতে পেরেছেন। আশা করা যায় এবারও তার ব্যতিক্রম হবে না। এই খাদিমেলাটি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Latest article