যথেষ্ট সংকটজনক, এয়ার-অ্যাম্বুল্যান্সে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে

Must read

ঢাকা: শেষ মুহূর্তে কোনও বড় বদল না হলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে (khaleda zia) শুক্রবার ভোরে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র খবর অনুসারে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে সংকটজনক খালেদাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানেই রয়েছেন তাঁর পুত্র তারেক রহমান।
বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার (khaleda zia) চিকিৎসক জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স দিয়ে সহযোগিতা করবে কাতার। কূটনৈতিক সূত্রে খবর, কাতারের পক্ষ থেকে এদিন সকালেই বিএনপিকে তা জানানো হয়েছে। জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাঁকে কাতার চরয়্যাল এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনের এক হাসপাতালে ভর্তির পরিকল্পনা করা হয়েছে।
বিদেশযাত্রার সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দেশের বাইরের দুই চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানান জাহিদ হোসেন। বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এদিন তিনবার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে। ব্রিটেন ও চিনের চিকিৎসকেরা ঢাকায় এসে খালেদাকে দেখেছেন। এদিকে বিএনপি সূত্রে খবর, খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাবেন ১৪ জন। সঙ্গে থাকবেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান। গত ১২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন দেশের শীর্ষস্তরের রাজনৈতিক নেত্রীর গভীর অসুস্থতায় উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ।

আরও পড়ুন-বিএলওদের চাপ কমাতে অতিরিক্ত কর্মী নিয়োগে সম্মতি সুপ্রিম কোর্টের

Latest article