প্রতিবেদন : সিঙ্গাপুরের মাঠে প্রায় গোটা দ্বিতীয়ার্ধ দশজনে খেলে শেষ মুহূর্তে রহিম আলির গোলে এক পয়েন্ট এসেছে ভারতের। ফুটবলারদের মরিয়া লড়াইয়ে এক পয়েন্ট ঘরে আসায় খুশি ভারতীয় শিবির। কোচ খালিদ জামিল থেকে সুনীল ছেত্রী—-সবাই মনে করছেন, দ্বিতীয়ার্ধের শুরুতেই সন্দেশের লাল কার্ড কাজটা কঠিন করে দেয়। সুনীল জানিয়েছেন, শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র রাখতে পারাটা সন্তোষজনক ফল। এবার ঘরের মাঠে জিততে হবে।
এএফসি এশিয়ান কাপের মূলপর্বে ওঠার কাজটা কঠিন হয়ে গিয়েছে খালিদের ভারতের কাছে। গ্রুপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। হংকং ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সিঙ্গাপুর। মঙ্গলবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিরতি লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে মরিয়া ভারত। কোচ খালিদ বলেন, আমি ছেলেদের কৃতিত্ব দেব। অনেক পরিশ্রম করেছে ওরা। দশজন হওয়ার পর এক পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন-আইপিএল নিলাম ডিসেম্বরে
সুনীল বলেছেন, পয়েন্ট, কম্বিনেশন নিয়ে বেশি না ভেবে আমাদের শুধু সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিরতি ম্যাচে মনোনিবেশ করতে হবে। তরতাজা হয়ে গ্রুপে আমাদের প্রথম ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে। আমাদের এক-একটা ম্যাচ ধরে এগোতে হবে। আমরা টুর্নামেন্ট ভালভাবে শুরু করতে পারিনি। ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ড্র করেছি। হংকংয়ের কাছে শেষ মুহূর্তের গোলে হেরেছি। সৌভাগ্যবশত, আমরা এদিন শেষ মুহূর্তের গোলে পয়েন্ট পেয়েছি। প্রথম গোল এবং লাল কার্ডের পর আমাদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল। সিঙ্গাপুরের মাঠে কাজটা সবসময় কঠিন হয়। তবু আমরা এক পয়েন্ট নিয়ে ফিরতে পারছি, এটা খুবই সন্তোষজনক। এদিকে, হোম ম্যাচের জন্য মোহনবাগানের আপুইয়া ও শুভাশিস বোসকে ডেকে নিলেন খালিদ।