প্রতিবেদন : সিআইডিতেই পূর্ণ আস্থা হাইকোর্টের। পূর্ব মেদিনীপুরের খেজুরির জোড়া রহস্যমৃত্যু মামলায় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির উপর আস্থা রেখেছিল সিঙ্গল বেঞ্চ। এবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল, সিআইডি তদন্ত করছে, তাই এখনই সিবিআই নিয়ে ভাবতে নারাজ আদালত। তবে ঘটনার সঙ্গে যুক্ত ১৭ জনের কল রেকর্ড তলব করেছে আদালত।
আরও পড়ুন-২০ দিন কোমায়, মৃত্যুকে জয় করে নিজের হাতেই প্রতিমা গড়ছেন ধনঞ্জয়
এই মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় ডিভিশন বেঞ্চে। সেখানেও আস্থা সিআইডিতেই। গত ১১ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরির বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছরের চন্দ্র পাইকের মৃত্যু হয়। ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশও দিয়েছিল আদালত। কিন্তু দুই হাসপাতালের দুইরকম রিপোর্টে সন্দেহ দানা বাঁধে। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, দ্বিতীয় ময়নাতদন্ত করার পর কীভাবে অত্যাচারের দাগ আসতে পারে? মেলার মধ্যে এত বড় ঘটনা ঘটল অথচ কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান নেই কেন? চিকিৎসক, তদন্তকারী অফিসার এবং ওসি-সহ বাকি ১৭ জনের ফোন রেকর্ডিং খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে আদালত।