প্রতিবেদন : টাইম মেশিনেয় কয়েক বছর পিছিয়ে যান। ২০১৯ সালের ডুরান্ড কাপ ফাইনাল। মোহনবাগান কোচ তখন কিবু ভিকুনা। ফাইনালে গোকুলাম কেরলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কিবুর মোহনবাগানের। ব্যর্থতা ভুলেই সেবার পুরনো ক্লাবকে আই লিগ দিয়েছিলেন। কিন্তু ডুরান্ড আর জেতা হয়নি। এবার কিবুর ডায়মন্ড হারবারের রূপকথার দৌড় চলছে। ক্লাবের ইতিহাসে প্রথম সুযোগেই ডায়মন্ডকে সর্বভারতীয় ট্রফি জিতিয়ে ইতিহাসে নাম তুলতে মুখিয়ে স্প্যানিশ বস। কিন্তু ফাইনালে বড় পরীক্ষা কিবুর। গতবারের চ্যাম্পিয়ন জন আব্রাহামের দল নর্থইস্ট ইউনাইটেডকে হারাতে হলে সবার আগে তাদের ভয়ঙ্কর মরোক্কান স্ট্রাইকার আলাদিন আজেরাইকে থামাতে হবে।
আরও পড়ুন-অভিষেক থাকতে পারেন ফাইনালে
গতবারের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা আলাদিন। আগের বার তাঁর জোড়া গোলেই যুবভারতীতে নৌকাডুবি হয়। চলতি ডুরান্ডেও দারুণ ছন্দে নর্থইস্টের গোলমেশিন। ম্যাচের আগের দিন কিবু বললেন, আমাদের ছেলেদের মোটিভেশনের অভাব নেই। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি। আলাদিনকে থামাতে তো হবেই, নর্থইস্টের পুরো টিমকেই আটকাতে হবে চ্যাম্পিয়ন হতে গেলে। জাবাকোর মতো প্লেয়ার রয়েছে। ওদের সব বিদেশিই ভাল এবং ভারতীয়রাও। আমরা চারটি আইএসএল দলের মুখোমুখি হয়েছি। এবার আরও একটি আইএসএল টিমের মুখোমুখি হতে চলেছি। জানি ওরা আগের বারের ডুরান্ড চ্যাম্পিয়ন। তবে আমরা নিজেদেরও ভাল করে জানি।
যুবভারতীতে ফাইনাল হলেও আন্ডারডগ ডায়মন্ড হারবার। তাহলে কি ট্রফির লড়াইয়ে চাপমুক্ত থাকবেন ডায়মন্ড কোচ, ফুটবলাররা? কিবু বলছেন, চাপ থাকলেও কোনও সমস্যা নয়। বরং সেটাই ভাল খেলার হাতিয়ার হতে পারে। প্রথমবার ডুরান্ড খেলা, ইস্টবেঙ্গলের মতো দলকে সেমিফাইনালে হারানোটাই আমাদের অনুপ্রেরণা।
সেমিফাইনালের নায়ক গোলদাতা জবি
জাস্টিন বললেন, আমরা নর্থইস্টের খেলার ভিডিও বিশ্লেষণ করে তৈরি হচ্ছি। ওদের খেলা
দেখেই কোচ রণনীতি সাজাচ্ছে। ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী।