বোমা ফেটে মৃত্যু শিশুর, আহত এক

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে চিকু ও মহেশ খেলা করছিল। খেলতে খেলতে তারা লাইনের পাশে একটি গোলাকার বস্তু দেখে আকৃষ্ট হয়।

Must read

সংবাদদাতা, ভাটপাড়া : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল এক শিশুর। আরও এক শিশু গুরুতর আহত। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুটি বছর ৬-এর চিকু পাসোয়ান এবং গুরুতর আহত ১১ বছরের মহেশ সাউ। তার একটি হাত বিস্ফোরণে উড়ে গেছে। বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন মহেশ।

আরও পড়ুন-বাজি ফাটাতে গিয়ে মৃত্যু কিশোরের, আহত পাঁচ

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদনগরের লাইন ধারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া, সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা বোমা ফেলে গেছে তার তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে চিকু ও মহেশ খেলা করছিল। খেলতে খেলতে তারা লাইনের পাশে একটি গোলাকার বস্তু দেখে আকৃষ্ট হয়। বল ভেবে সেটি তুলে খেলতে গিয়েই ঘটে বিপত্তি। বিকট শব্দে সেটি ফেটে যায়। ঘটনাস্থলেই মারাত্মক আঘাত পায় পিকু। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন-অমাবস্যার শেষে পড়ন্ত বেলায় মহানগরীর আকাশে আংশিক সূর্যগ্রহণ

মহেশের হাত বিস্ফোরণে উড়ে যায়। বর্তমানে মহেশ চিকিৎসাধীন। স্থানীয় পুরপিতা সত্যেন রায় জানান, ঘটনাটি খুব দুঃখজনক। শিশুটি খুব ভাল বলে এলাকায় পরিচিত। তার মৃত্যুতে সবাই শোকাহত। কারা এভাবে বোমা রেখে গেল, কী উদ্দেশ্যে রেখে গেল পুরো বিষয়টি তদন্ত করে অপরাধীদের কঠিন শাস্তির জন্য পুলিশকে অনুরোধ করেছি।

Latest article