ইন্দো-নেপাল ক্যারাটেতে তৃতীয় সামশেরগঞ্জের খুদে

তবে প্রথম-দ্বিতীয় হতে না পারলেও নেপালের মতো জায়গায় গিয়ে ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করাটাও গৌরবের বলে মনে করছেন সকলে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ইন্দো-নেপাল ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করল সামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের খুদে ছাত্র সাকিব হোসেন। দিন দুয়েক আগে নেপালে হওয়া প্রতিযোগিতায় এই সাফল্যে খুশি তার বাবা-মা থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। ভয়েস পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রটি দিন কয়েক আগে ডাক পেয়ে তার প্রশিক্ষক ও মায়ের সঙ্গে নেপালের এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে রওনা দেয়। রবিবার প্রতিযোগিতায় কার্যত বাজিমাত করে সাকিব।

আরও পড়ুন-বালুরঘাটের শিল্পীর সাজ পাড়ি দিচ্ছে ভিনদেশে

তবে প্রথম-দ্বিতীয় হতে না পারলেও নেপালের মতো জায়গায় গিয়ে ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করাটাও গৌরবের বলে মনে করছেন সকলে। খুশি সাকিব নিজেও। তার বাবা চাচন্ড পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাকিব হোসেন ছেলের সাফল্যে খুশি হয়ে জানিয়েছেন, ছোট্ট থেকেই সাকিবের প্রতিভা এবং নেপালে গিয়ে ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করা আমাদের এলাকাকে গর্বিত করেছে। আগামী দিনে আরও সাফল্য পাবে বলেও আশা করেন তিনি। মঙ্গলবার সকালেই নেপাল থেকে ফিরেছে সাকিব। সে মনে করছে এবার তৃতীয় হলেও আগামী দিনে সেরা হবেই।

Latest article