অপহরণ করে গাড়িতে চাপিয়ে চম্পট,  নাবালিকার বাড়িতে হুমকি, ধর্ষক এবার যোগীর পুলিশই

এখানেই শেষ নয়, ধর্ষণ চলাকালীন তারই এক সহযোগী মেয়েটির মাথায় বন্দুক ধরে থাকে। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সে-রাজ্যে।

Must read

প্রতিবেদন : এবার যোগীর পুলিশই নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে ভয় দেখিয়ে ধর্ষণ করল! জানা গিয়েছে, স্কুলে যাওয়ার পথে ১৫ বছরের দলিত ছাত্রীকে উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল বিনয় চৌহান অপহরণ করে ধর্ষণ করে। এখানেই শেষ নয়, ধর্ষণ চলাকালীন তারই এক সহযোগী মেয়েটির মাথায় বন্দুক ধরে থাকে। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সে-রাজ্যে।

আরও পড়ুন-আজ উল্টোরথ, প্রস্তুত দিঘা, ছয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ

এই ঘটনার পর তৃণমূলের তরফে তীব্র আক্রমণ করে বলা হয়েছে, ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে আইনরক্ষক কেবল ধর্ষকদের রক্ষা করে না, ধর্ষণও করে! এখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে না? জাতীয় মহিলা কমিশন কোথায়? কোথায় গেল গোদি মিডিয়া? ঘটনার পর ফারুকাবাদের ওই দলিত নাবালিকার পরিবারের অভিযোগ, এই ঘটনা থেকেই স্পষ্ট, বিজেপির উত্তরপ্রদেশে দলিত শ্রেণিকে পিষে মারার চক্রান্ত চলছে। জানা গিয়েছে, স্কুলে যাওয়ার পথে গাড়ি নিয়ে এসে তাকে জোর করে গাড়িতে তোলে অভিযুক্ত কনস্টেবল। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় আর এক পুলিশকর্মী মেয়েটির মাথায় বন্দুক ধরে থাকে। প্রায় পাঁচ ঘণ্টা পরে বাড়ির কাছে নাবালিকাকে ফেলে রেখে যায় তারা। পালানোর সময় স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে অভিযুক্তকে। ধরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাঁদের চাপে পড়ে অভিযুক্তকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ পুলিশ কর্তৃপক্ষ। তার সঙ্গীর খোঁজ চলছে। তবে নারীকে কীভাবে ভোগের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যোগীরাজ্যে তার স্বরূপ প্রকাশ পেল এই ঘটনায়।

Latest article