পুরভোট ঘোষণার পর থেকেই ত্রিপুরায় বিজেপির সন্ত্রাস চলছে। আগরতলা জেলার পুরসভাগুলিতে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার তাগিদে লাগামহীন গেরুয়া অত্যাচার শুরু হয়েছে। নীরব রয়েছে পুলিশ। রাজ্য নির্বাচন কমিশন এই মুহূর্তে ঠুঁটো জগন্নাথ।
বেশ কিছু বহু জায়গায় প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে। করা হচ্ছে লুঠপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ। যেখানে খুব বেশি সুবিধা করা যাচ্ছে না, সেখানে আবার টাকার প্রলোভন দেখিয়ে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন তুলে প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে।
আরও পড়ুন–৩৩তম জন্মদিনে ধোনিকে পাশে নিয়ে কেক কাটলেন অধিনায়ক
অনেক জায়গায় আবার প্রার্থীদের পরিবারের উপর হামলা চালানো হচ্ছে। বিলোনীয় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দোলন দাসের বাবাকে অপহরণ করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। দোলন দাসের বাবা শ্যামল দাসকে কয়েকজন দুষ্কৃতী অপহরণ করেছে।
ফোন করলেও কথা বলতে দেওয়া হচ্ছে না। উলটে চাপ দেওয়া হচ্ছে। দুষ্কৃতীরা বলেছে, দোলন দাস প্রার্থীপদ প্রত্যাহার করলেই শ্যামলবাবুকে মুক্তি দেওয়া হবে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
এই প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল নেতা আশিসলাল সিংয়ের অভিযোগ, “গোটা ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ। তৃণমূল প্রার্থীদের প্রার্থীপদ তুলে নিতে বাধ্য করা হচ্ছে। টাকার প্রলোভন দেখানোর পাশাপাশি ভয়ও দেখানো হচ্ছে। এমনকী, পরিবারের লোকেদেরও অপহরণ করা হচ্ছে। এ রাজ্যে কোথাও গণতন্ত্র নেই। পুলিশে অভিযোগ করেন লাভ হচ্ছে না।”