অমিত শাহের সভায় শিশুরা, অভিযোগ দায়ের কমিশনে, শৈশবচুরি বিজেপির

কী বলা যেতে পারে একে, শৈশবচুরি? যে শিশুদের হেসে-খেলে বেড়ানোর কথা, লেখাপড়া করার কথা, তাদেরই নিজেদের নির্বাচনী প্রচারের মিছিলে হাঁটাল বিজেপি।

Must read

প্রতিবেদন: কী বলা যেতে পারে একে, শৈশবচুরি? যে শিশুদের হেসে-খেলে বেড়ানোর কথা, লেখাপড়া করার কথা, তাদেরই নিজেদের নির্বাচনী প্রচারের মিছিলে হাঁটাল বিজেপি। তেলেঙ্গানায় গেরুয়াসভায় অমিত শাহের মঞ্চের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রচণ্ড গরমে ঠায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হল শিশুকে। হ্যাঁ, এতটাই দৈন্য গ্রাস করেছে মোদি-শাহের বিজেপিকে। স্বাভাবিক নিয়মেই এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনে (Election commission) অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। ফলে ১৩ মে নির্বাচনে আগে বিপাকে তেলেঙ্গানা বিজেপি।

আরও পড়ুন-সবটা সাজিয়েছে শুভেন্দুদা

এবার নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ দায়ের হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তেলেঙ্গানায় হায়দরাবাদের বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী কোম্পেল্লা মাধবী লতার সমর্থনে প্রচার করতে যান অমিত শাহ। ১ মে নির্বাচনী জনসভায় মঞ্চে অমিত শাহর সামনে একাধিক শিশুকে দেখা যায়। তার মধ্যে একটি শিশুর হাতে বিজেপির দলীয় প্রতীকও দেখা যায়। এই ভিডিও সামনে আসার পর সরব তেলেঙ্গানা কংগ্রেস। নির্বাচন কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশিকা জারি করেছে, নির্বাচন সংক্রান্ত কোনও প্রচার বা কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তেলেঙ্গানা বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডি, হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবী লতা ও আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে কমিশন তেলেঙ্গানা পুলিশকে তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে।

Latest article