অংশুমান চক্রবর্তী
রবিবার চলচ্চিত্র উৎসবে দেখা গেছে জনসমুদ্র। শুধুমাত্র কলকাতা বা আশপাশের জেলার নয়, বহু মানুষ এসেছিলেন দূরের জেলাগুলো থেকেও। কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেছেন ফ্রি পাস। দেখেছেন দেশ-বিদেশের ছবি।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) অন্যতম আকর্ষণ ‘সিনে আড্ডা’। একতারা মুক্তমঞ্চে রবিবাসরীয় আসরে কথায়-গানে মেতে ওঠেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, তৃষা পাড়ুই, শুভঙ্কর ভাস্কর, অরিত্র দাশগুপ্ত। সঞ্চালনায় ছিলেন পণ্ডিত দেবজ্যোতি বোস। বিষয় ছিল ‘সিনেমায় রাগাশ্রয়ী গান’। মঞ্চের সামনে উপচে পড়েছিল উৎসাহী শ্রোতাদের ভিড়। একে একে গান পরিবেশন করেন নচিকেতা, তৃষা, অরিত্র, শুভঙ্কররা। গানে ফাঁকে চলতে থাকে আড্ডা। শেষ বেলায় দর্শকাসন থেকে মঞ্চে উঠে আসেন ইন্দ্রনীল। তারপরই নচিকেতা ও ইন্দ্রনীল ধরেন ডুয়েট। আবেগে ভাসতে থাকে গোটা চত্বর। এভাবেই তাঁদের যুগলবন্দি রবিবাসরীয় সন্ধ্যা জমিয়ে দেয়। সবমিলিয়ে উৎসবের চতুর্থ দিন ছিল জমজমাট।
আরও পড়ুন-ফি দিতে না পারায় অধ্যক্ষের লাঞ্ছনা কলেজ পড়ুয়াকে, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী
নামী পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরাও এসেছিলেন। তাঁরাও দেখেছেন পছন্দের ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ৩১ বছরের চলচ্চিত্র উৎসব (KIFF)। প্রতি বছর উপস্থিত থাকি। রবিবার, ছুটির দিন, বহু মানুষ এসেছেন। সবার সঙ্গে দেখাসাক্ষাৎ হচ্ছে। ভাল লাগছে। এই উৎসবটা আমাদের কাছে দুর্গাপুজোর মতো। গৌতম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী প্রমুখদেরও দেখা গেছে। ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও।
মিডিয়া সেন্টারে কয়েকটি পর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিভিন্ন ছবির পরিচালক ও কলাকুশলীরা। ভারতীয় শর্ট ফিল্ম প্রতিযোগিতায় এবার দেখানো হচ্ছে ‘বাই লাইন স্ট্যান্ডস’। ২০ মিনিটের ছবি। পরিচালক অঙ্কন মুখোপাধ্যায়-সহ অনেককেই উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন ছবিটি সম্পর্কে।
উৎসবে পালিত হচ্ছে সন্তোষ দত্তের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে রবীন্দ্রসদনে প্রদর্শিত হয়েছে সত্যজিৎ রায় পরিচালিত ‘জয়বাবা ফেলুনাথ’। ছবিটি দেখেছেন বহু মানুষ। শিশির মঞ্চে গুরু দত্ত-র জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ আলোচনাসভা। শ্রোতাদের উপস্থিতি ছিল ভালই। নন্দন-১ সহ প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহের সবগুলো শো ছিল মোটামুটি হাউসফুল। পূর্ণ দৈর্ঘ্যের ছবির পাশাপাশি দর্শকরা উৎসাহের সঙ্গে দেখেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলোও।
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…