সাংবাদিক হত্যা, পিছনে অন্ধকার জগৎ?

রাজ্যের একাধিক সংবাদমাধ্যমও শশীকান্তের দুর্ঘটনাজনিত মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। মারাঠি সাংবাদিকের সংগঠন শিন্ডে সরকারকে চিঠি দিয়েছে

Must read

প্রতিবেদন : এক যুগ পরেও মুম্বইয়ের পরিস্থিতি এতটুকু বদলায়নি। আজও সেখানে অপরাধীদের রমরমা। ২০১১ সালের ১১ জুন নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়েছিলেন ক্রাইম রিপোর্টার জ্যোতির্ময় দে। একইভাবে সাংবাদিক শশীকান্ত ওয়ারিশের খুনের পিছনেও অন্ধকার জগতের কোনও হাত আছে কিনা, তা খতিয়ে দেখছে মহারাষ্ট্র পুলিশ।

আরও পড়ুন-বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ

সাংবাদিক শশীকান্তের খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো-উতোর। কংগ্রেস ও শিবসেনার উদ্ধব ঠাকরের শিবিরের অভিযোগ, একনাথ শিন্ডে সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে কারণেই শশীকান্তর মতো একজন সৎ ও নিরীহ সাংবাদিককে খুন হতে হল। উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ বিনয় রাউত দাবি করেছেন, এটা পরিকল্পিত খুন। বিষয়টি তিনি সংসদে তুলবেন। কারণ ধৃত পন্ধারীনাথ আম্বেরকরের বিরুদ্ধে আগেও এরকম অপরাধমূলক ঘটনার অভিযোগ আছে। রাজ্যের একাধিক সংবাদমাধ্যমও শশীকান্তের দুর্ঘটনাজনিত মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। মারাঠি সাংবাদিকের সংগঠন শিন্ডে সরকারকে চিঠি দিয়েছে।

Latest article