প্রতিবেদন : আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যে চাঁদের হাট বসবে, সেই খবর আগেই ছিল। কিন্তু শনিবাসরীয় সন্ধ্যার ইডেনে প্রচারের যাবতীয় আলো চুম্বকের মতোই টেনে নিলেন শাহরুখ খান। আরও একবার প্রমাণ করলেন, শুধু বলিউডেরই নয়, তিনি ইডেনেরও বাদশা বটে! ঝরঝরে বাংলায়— ‘‘কলকাতা কেমন আছো?’’ বলে আরও একবার বাংলার মন জয় করে নিলেন। শাহরুখের গানের সঙ্গে নেচে মঞ্চ মাতালেন বিরাট কোহলি এবং রিঙ্কু সিংও। পা মেলালেন বাদশাও। আর তাতেই মাত ইডেনে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা।
সঞ্চালক বলুন বা সূত্রধার। গোটা অনুষ্ঠানে সব ভূমিকাতেই সাবলীল কিং খান। মাইক হাতে শাহরুখ মঞ্চে উঠতেই গ্যালারি ফেটে পড়ল উচ্ছ্বাসে। মুহূর্তের মধ্যে অদ্ভুত এক মায়ামি পরিবেশ তৈরি হল গোটা ইডেনে। একে একে আইপিএলের ১০ দলের নাম ঘোষণা করলেন শাহরুখ। নতুন মরশুমে লড়াইটা যে আরও জোরদার হবে, সেটা জানিয়ে দিলেন অকপটে। প্রশংসায় ভাসালেন ইডেনের দর্শকদের।
এর পরেই মঞ্চে এলেন শ্রেয়া ঘোষাল। ভুলভুলাইয়া ছবির সুপার হিট গান ‘তুমি যে আমার’ দিনে শুরু করলেন শ্রেয়া। এর পরেও একের পর এক সুপারহিট গান গেয়ে ইডেন মাতিয়ে দিলেন শ্রেয়া। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান শোনা গেল তাঁর কণ্ঠে। শ্রেয়ার পর মঞ্চ মাতালেন অভিনেত্রী দিশা পাটানি। অনুষ্ঠান জমিয়ে দেন পাঞ্জাবি রকস্টার করণ আউজলা। করণের সুপার হিট গানে কোমর দোলালেন দিশাও। তাঁদের পারফরম্যান্সের পর, ইডেন মাতাল অ্যানামরফিক প্রোজেকশন। অংশগ্রহণকারী প্রত্যেক দলের লোগো ফুটে উঠল এর মাধ্যমে।
আরও পড়ুন-ছ’বছর পর টেস্ট ফিরছে ইডেনে
নাচ-গানের পালা শেষ হতেই মঞ্চে ফের হাজির শাহরুখ। তাঁর ডাকে সাড়া দিয়ে মঞ্চে পা রাখলেন বিরাট। ইডেন সেই মুহূর্তে উত্তাল। কিং খানের ডাকে গুটিগুটি পায়ে মঞ্চে এলেন কেকেআরের ঘরের ছেলে রিঙ্কুও। শুরু হল প্রশ্নোত্তরের পালা। শুরুতেই বিরাটকে শাহরুখের বাউন্সার, ‘‘তোমাদের গোল্ড জেনারেশনের মতো কি নতুন প্রজন্ম, যাদের বোল্ড জেনারেশন বলা হচ্ছে সফল হবে?’’ হাসতে হাসতে বিরাটের জবাব, ‘‘বোল্ড জেনারেশন যতই ভাল হোক না কেন, গোল্ড জেনারেশন থেকে যাবে।’’ পাশ থেকে রিঙ্কু তখন মজা করে বলতে থাকেন, ‘‘বোল্ড জেনারেশন কারও থেকে কম নয়।’’ সেই সময় শাহরুখের মাস্টার স্ট্রোক, ‘‘গোল্ড ও বোল্ড জেনারেশনের মধ্যে আমি ওল্ড জেনারেশন।’’ বাদশার এই মন্তব্য শুনে হেসে কুটোপাটি বিরাট ও রিঙ্কু।
তবে চমকের আরও বাকি ছিল। প্রথম শাহরুখের সিনেমার গানের তালে নাচলেন রিঙ্কু এবং খোদ শাহরুখ। বিরাট তখন পাশে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায়। এর পরেই কিং কোহলিকে বাদশার অনুরোধ, ‘পাঠান’ ছবির গানে নাচতে হবে। কিং খানের অনুরোধ ফেলতে পারেননি বিরাট। শাহরুখের সঙ্গে পা মেলালেন তিনিই। দুই কিংয়ের নাচ দেখে আরও একবার উচ্ছ্বাসে ফেটে পড়ল ইডেন।
আরও পড়ুন-‘বাংলাকে গর্বিত করলেন মুখ্যমন্ত্রী’
এর পরেই মঞ্চে বিসিসিআইয়ের কর্তাদের ডেকে নেন শাহরুখ। ট্রফি নিয়ে মঞ্চে উঠলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ও আরসিবি নেতা রজত পাতিদার। টানা ১৮ বছর ধরে আইপিএল খেলার জন্য বিরাটের হাতে তুলে দেওয়া হল বিশেষ স্মারক। এরপর সবাই মিলে কেক কাটলেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটল জাতীয় সঙ্গীত দিয়ে। তাতে গলা মেলাল গোটা ইডেন।