খেলা

বাদশা নাচালেন বিরাটকেও

প্রতিবেদন : আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যে চাঁদের হাট বসবে, সেই খবর আগেই ছিল। কিন্তু শনিবাসরীয় সন্ধ্যার ইডেনে প্রচারের যাবতীয় আলো চুম্বকের মতোই টেনে নিলেন শাহরুখ খান। আরও একবার প্রমাণ করলেন, শুধু বলিউডেরই নয়, তিনি ইডেনেরও বাদশা বটে! ঝরঝরে বাংলায়— ‘‘কলকাতা কেমন আছো?’’ বলে আরও একবার বাংলার মন জয় করে নিলেন। শাহরুখের গানের সঙ্গে নেচে মঞ্চ মাতালেন বিরাট কোহলি এবং রিঙ্কু সিংও। পা মেলালেন বাদশাও। আর তাতেই মাত ইডেনে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা।
সঞ্চালক বলুন বা সূত্রধার। গোটা অনুষ্ঠানে সব ভূমিকাতেই সাবলীল কিং খান। মাইক হাতে শাহরুখ মঞ্চে উঠতেই গ্যালারি ফেটে পড়ল উচ্ছ্বাসে। মুহূর্তের মধ্যে অদ্ভুত এক মায়ামি পরিবেশ তৈরি হল গোটা ইডেনে। একে একে আইপিএলের ১০ দলের নাম ঘোষণা করলেন শাহরুখ। নতুন মরশুমে লড়াইটা যে আরও জোরদার হবে, সেটা জানিয়ে দিলেন অকপটে। প্রশংসায় ভাসালেন ইডেনের দর্শকদের।
এর পরেই মঞ্চে এলেন শ্রেয়া ঘোষাল। ভুলভুলাইয়া ছবির সুপার হিট গান ‘তুমি যে আমার’ দিনে শুরু করলেন শ্রেয়া। এর পরেও একের পর এক সুপারহিট গান গেয়ে ইডেন মাতিয়ে দিলেন শ্রেয়া। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান শোনা গেল তাঁর কণ্ঠে। শ্রেয়ার পর মঞ্চ মাতালেন অভিনেত্রী দিশা পাটানি। অনুষ্ঠান জমিয়ে দেন পাঞ্জাবি রকস্টার করণ আউজলা। করণের সুপার হিট গানে কোমর দোলালেন দিশাও। তাঁদের পারফরম্যান্সের পর, ইডেন মাতাল অ্যানামরফিক প্রোজেকশন। অংশগ্রহণকারী প্রত্যেক দলের লোগো ফুটে উঠল এর মাধ্যমে।

আরও পড়ুন-ছ’বছর পর টেস্ট ফিরছে ইডেনে

নাচ-গানের পালা শেষ হতেই মঞ্চে ফের হাজির শাহরুখ। তাঁর ডাকে সাড়া দিয়ে মঞ্চে পা রাখলেন বিরাট। ইডেন সেই মুহূর্তে উত্তাল। কিং খানের ডাকে গুটিগুটি পায়ে মঞ্চে এলেন কেকেআরের ঘরের ছেলে রিঙ্কুও। শুরু হল প্রশ্নোত্তরের পালা। শুরুতেই বিরাটকে শাহরুখের বাউন্সার, ‘‘তোমাদের গোল্ড জেনারেশনের মতো কি নতুন প্রজন্ম, যাদের বোল্ড জেনারেশন বলা হচ্ছে সফল হবে?’’ হাসতে হাসতে বিরাটের জবাব, ‘‘বোল্ড জেনারেশন যতই ভাল হোক না কেন, গোল্ড জেনারেশন থেকে যাবে।’’ পাশ থেকে রিঙ্কু তখন মজা করে বলতে থাকেন, ‘‘বোল্ড জেনারেশন কারও থেকে কম নয়।’’ সেই সময় শাহরুখের মাস্টার স্ট্রোক, ‘‘গোল্ড ও বোল্ড জেনারেশনের মধ্যে আমি ওল্ড জেনারেশন।’’ বাদশার এই মন্তব্য শুনে হেসে কুটোপাটি বিরাট ও রিঙ্কু।
তবে চমকের আরও বাকি ছিল। প্রথম শাহরুখের সিনেমার গানের তালে নাচলেন রিঙ্কু এবং খোদ শাহরুখ। বিরাট তখন পাশে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায়। এর পরেই কিং কোহলিকে বাদশার অনুরোধ, ‘পাঠান’ ছবির গানে নাচতে হবে। কিং খানের অনুরোধ ফেলতে পারেননি বিরাট। শাহরুখের সঙ্গে পা মেলালেন তিনিই। দুই কিংয়ের নাচ দেখে আরও একবার উচ্ছ্বাসে ফেটে পড়ল ইডেন।

আরও পড়ুন-‘বাংলাকে গর্বিত করলেন মুখ্যমন্ত্রী’

এর পরেই মঞ্চে বিসিসিআইয়ের কর্তাদের ডেকে নেন শাহরুখ। ট্রফি নিয়ে মঞ্চে উঠলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ও আরসিবি নেতা রজত পাতিদার। টানা ১৮ বছর ধরে আইপিএল খেলার জন্য বিরাটের হাতে তুলে দেওয়া হল বিশেষ স্মারক। এরপর সবাই মিলে কেক কাটলেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটল জাতীয় সঙ্গীত দিয়ে। তাতে গলা মেলাল গোটা ইডেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago