নয়াদিল্লি, ৭ অগাস্ট : ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ২-২ ড্র করে দেশে ফিরেছে ভারত। অ্যান্ডরসন-তেন্ডুলকর সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করছেন গ্যারি কার্স্টেন। দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের এই সাফল্য যে তাঁকে খুশি করেছেন, সেটাও খোলাখুলি জানিয়েছেন কার্স্টেন।
অতীতে ভারতীয় দলকে কোচ হিসাবে অনেক সাফল্য এনে দিয়েছেন কার্স্টেন। সেই সময় তাঁর অন্যতম ছাত্র ছিলেন গম্ভীরও। দিল্লির এক অনুষ্ঠানে কার্স্টেন বলেছেন, ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের সাফল্যে আমি দারুণ খুশি। বিশেষ করে, গম্ভীরের জন্য খুব আনন্দ হচ্ছে। আমি ওকে খুব ভাল করেই চিনি। দলের কোচ হিসেবে ও যেভাবে নিজের দায়িত্ব পালন করেছে, তার জন্য প্রশংসা করতেই হবে।
আরও পড়ুন-পুরোনো ওবিসি বিধি মেনেই ফল প্রকাশ জয়েন্টের
প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজের আগে প্রবল চাপে ছিলেন গম্ভীর। ধরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর, অস্ট্রেলিয়া সফরের হার। এবার ইংল্যান্ডেও সিরিজ হারলে, গম্ভীরের কোচিং নিয়ে সমালোচনার ঝড় উঠত। কার্স্টেন যদিও বলছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তরুণ ভারতীয়দের লড়াই দেখে আমি মুগ্ধ। ওরা হয়তো সিরিজ ড্র করেছে, কিন্তু এই ড্র জয়ের সমান সাফল্য। বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এই প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়েছিল। কিন্তু ওদের খেলা দেখে সেটা একবারের জন্যও মনে হয়নি। এর জন্য কোচ হিসেবে অবশ্যই গম্ভীরের বাহবা প্রাপ্য।
ওভাল টেস্টে মহম্মদ সিরাজের বোলিংয়েরও প্রশংসা করেছেন কার্স্টেন। তাঁর বক্তব্য, সিরাজ অসাধারণ। বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল বুমরার অনুপস্থিতিতে। প্রসিধ কৃষ্ণও ওকে দারুণ সাহায্য করেছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ওদের হাতে সুরক্ষিত।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…