প্রতিবেদন : শুধু ক্রিকেটের ময়দানই নয়, নির্বাচনের ময়দানেও সফল তৃণমূলের দুই বিশ্বকাপজয়ী। দেশের হয়ে দু’জনেই ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন, এবার তৃণমূলের হয়ে জীবনের প্রথম নির্বাচনেই বিরোধীদের হারিয়ে জয় ছিনিয়ে নিলেন কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান (Kirti Azad- Yusuf Pathan)। একজন ছিলেন ’৮৪-র বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য এবং অন্যজন ২০১১ সালের। একদিকে লোকসভায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ১ লক্ষ ৩৭ হাজার ভোটে হারিয়ে জিতলেন কীর্তি আজাদ। (Kirti Azad- Yusuf Pathan) অন্যদিকে, বহরমপুরে ৮৫ হাজার ভোটে কংগ্রেসের অধীর চৌধুরীকে হারিয়ে জিতলেন ইউসুফ পাঠান। এদিকে, একসময়ের সফল রাজনীতিবিদ হিসেবে দিলীপের অবদানকে ধুলোয় মিশিয়ে গদ্দারের জমানায় তাকে কার্যত সাইডলাইনের ধারে ঠেলে দিয়েছে রাজ্য বিজেপি। নিজেদের আদি-নব্যর লড়াইতেই জেরবার বিজেপির অন্দরমহল। তৃণমূলের ফেলে দেওয়া দুর্নীতিবাজদের নিয়ে দল সাজিয়ে এখন আদি বিজেপি নেতাদেরই মাঠের বাইরে বের করে চায় রাজ্য বিজেপি। সেই জন্যই দিলীপকে খড়গপুর থেকে বর্ধমান-দুর্গাপুরে নিয়ে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার ৭ লক্ষ ২০ হাজার ভোট পেয়ে দিলীপকে মাঠের বাইরে পাঠালেন তৃণমূলের কীর্তি আজাদ। আবার বহরমপুরে ৫ লক্ষ ২৪ হাজার ভোট পেয়ে সেখানকার ৫ বারের সাংসদ অধীর চৌধুরীকে হারালেন তৃণমূলের আরেক বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।
আরও পড়ুন- দলনেত্রীর পদযাত্রা ও অভিষেকের জনসভাতেই বালি-উত্তর হাওড়ায় বাজিমাত তৃণমূলের