সংবাদদাতা, বর্ধমান: তালিতে তৃণমূল কর্মী অর্ণব সেনকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করায় অভিযোগের তির উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি স্বরাজ ঘোষের অভিযোগ, মঙ্গলবার এলাকায় ফ্ল্যাগ লাগানোকে ঘিরে বচসা হয় তৃণমূল-বিজেপির মধ্যে। তখন মিটে গেলেও সন্ধ্যায় বাঘাড় ২ টিএমসিপি অঞ্চল সভাপতি অর্ণব সেন বাড়ি ফেরার সময় বিজেপি গুন্ডারা তাকে রড দিয়ে মাথায় মারে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। খবর পেয়েই দেখতে হাসপাতালে আসেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, দিলীপ ঘোষের (Dilip Ghosh) উসকানিমূলক মন্তব্যের কারণেই এই ঘটনা। নারীবিদ্বেষী দিলীপ (Dilip Ghosh) ঘরেবাইরে কোণঠাসা হয়ে হার নিশ্চিত জেনে অশান্তি পাকাতে মরিয়া হয়ে উঠেছেন।




