সংবাদদাতা, নদিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের জন্য কিসান ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থার কথা ঘোষণা করে ছিলেন। কথা ছিল, চলতি মাস থেকে বিভিন্ন জায়গায় যে দুয়ারে সরকার প্রকল্প হবে, সেখানেই দেওয়া হবে কিসান ক্রেডিট কার্ড (kisan credit card)। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুয়ারে সরকার বন্ধ। তাই আগামী দিন দুয়ারে সরকারের প্রস্তুতি হিসাবে মৎস্য দফতরের তরফে প্রচার অভিযান চলছে ধারাবাহিকভাবে।
আরও পড়ুন – ব্যয় কমাতে অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে দিচ্ছেন মোদি
নদিয়া জেলা মৎস্য আধিকারিক রামকৃষ্ণ সরদার জানিয়েছেন, জেলার ১৮টি ব্লকের ১৮৭টি গ্রামপঞ্চায়েত এলাকার মৎস্যজীবীদের জন্য ৬ হাজার ৩০০ জন মৎসজীবীকে কিসান ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২ হাজার মৎস্যজীবীকে ইতিমধ্যে কার্ড দেওয়া হয়েও গিয়েছে। এই কার্ডে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবেন মৎস্যজীবীরা। নবদ্বীপ, কৃষ্ণনগর, হাঁসখালি, কল্যাণী, করিমপুর, নাকাশিপাড়া, কৃষ্ণগঞ্জ প্রভৃতি এলাকায় মৎস্যজীবীদের কিসান ক্রেডিট কার্ড (kisan credit card) দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে। নবদ্বীপ ব্লকের মৎস্য আধিকারিক জানিয়েছেন, তাঁদের ব্লকে ৩০০ কিসান ক্রেডিট কার্ড বিতরণ করা হবে।