কিসাননিধি ফাঁকা আশ্বাস, ভরসা রাজ্যের ‘কৃষকবন্ধু’

প্রকল্প নিয়ে সাহায্যের হাত বাড়ানোই শুধু নয়, বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করতে ‘কৃষকরত্ন’ পুরস্কার চালু করেছে রাজ্য সরকার

Must read

সংবাদদাতা, কাটোয়া : ‘কৃষকবন্ধু’ প্রকল্প নিয়ে পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। অথচ কেন্দ্র সরকারের ‘পিএম কিসাননিধি’র সাহায্য পেতে জুতোর সুখতলা ছিঁড়ে যাচ্ছে। এমনটাই বক্তব্য রাজ্যের ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমান জেলার সাধারণ কৃষকদের। প্রকল্প নিয়ে সাহায্যের হাত বাড়ানোই শুধু নয়, বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করতে ‘কৃষকরত্ন’ পুরস্কার চালু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী আসছেন, প্রস্তুতি তুঙ্গে

এমনই একজন কৃষক মিনহাজউদ্দিন শেখ। লঙ্কা, ধনে, কালোজিরে, মাছচাষ আর পোলট্রি ফার্ম করে এলাকার অন্য কৃষকদের আয়ের পথ খুলে দিয়েছেন খড়দত্তপাড়ার মিনহাজউদ্দিন। স্বীকৃতি হিসেবে এবার পেয়েছেন ‘কৃষকরত্ন’ সম্মান। শুধু মিনহাজউদ্দিনই নয়, বিকল্প কৃষির দিশা দিয়ে পূর্ব বর্ধমানের ২৩ জন ‘কৃষকরত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন। এই ‘কৃষকরত্ন’রা ‘পিএম কিসান সম্মাননিধি’ প্রকল্পে আবেদন করেও টাকা না মেলায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। পূর্ব বর্ধমানের ১,৫১৯ জন আবেদনকারী টাকা পাননি। গোটা রাজ্যে সংখ্যাটা ৪১ হাজার ১৮৩ জন।

আরও পড়ুন-প্রাথমিক হাসপাতালে ১০০ শয্যার কোভিড বিভাগ

সবথেকে বেশি ‘বঞ্চিত’ পূর্ব মেদিনীপুর, ৭১৪৪ জন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথায়, ‘প্রধানমন্ত্রী নিজে ভোটের প্রচারে এসে পিএম কিসাননিধি প্রকল্প রাজ্য সরকার কৃষকদের নাম পাঠাচ্ছে না বলে কৃষকেরা বঞ্চিত হচ্ছেন বলে জানান। এখন তো রাজ্য সরকার প্রয়োজনীয় তথ্য দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও কৃষকেরা কেন টাকা পাচ্ছেন না, তার জবাব প্রধানমন্ত্রী দিন।’

Latest article