প্রতিবেদন : শিশুদের পুষ্টি জোগাতে অভিনব উদ্যোগ বালুরঘাট জেলা হাসপাতালের। পুষ্টি পুনর্বাসন কেন্দ্রের সামনেই তৈরি করা হচ্ছে কিচেন গার্ডেন। চিকিৎসাধীন থাকা শিশুদের মায়েরা শাক-সবজি চাষ করবেন এবং ওই টাটকা সবজিই খাওয়ানো হবে। ইতিমধ্যেই কিচেন গার্ডেন তৈরির কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বালুরঘাট জেলা হাসপাতালে অবস্থিত স্টোর রুমের পাশে রয়েছে শিশুদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্র। সেখানে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা হয়। ওই শিশুদের সঙ্গে মায়েরাও সেখানে থাকেন। প্রায় ১০-১৫ দিন শিশু ও মায়েদের থাকতে হয়।
আরও পড়ুন-হেলথ স্কিমে যুক্ত ১৩ হাসপাতাল
এইসময়ে ওই শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, শিশুদের সঙ্গে থাকা মায়েদেরও তখন তেমন কোনও কাজ থাকে না। তাই ওই সময় নিজের সন্তানদের জন্য সবজি নিজেরাই চাষ করবেন। এমন একটি উদ্যোগই নিয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল। কিচেন গার্ডেন তৈরির প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চারদিক লোহার বেড়া দেওয়া হচ্ছে। এরপর সেখানে চাষ করার সব ধরনের পরিকাঠামো তৈরি করা হবে। সেই কিচেন গার্ডেনে শাক-সবজি চাষ করবেন শিশুদের মায়েরা। এক কথায়, তাঁরাই সবটার দায়িত্বে থাকবেন। এই শাক-সবজি চাষে কোনওরকম রাসায়নিক সার ব্যবহার করা হবে না। জেলা হাসপাতালের এই উদ্যোগ ইতিমধ্যেই সকলের প্রশংসা কুড়িয়েছে।