কেকেআর সেভাবে যোগাযোগই করেনি, ফাঁস করলেন শ্রেয়স

তাঁর নেতৃত্বেই গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই শ্রেয়স আইয়ারকে মেগা নিলামের আগে রিটেন করা হয়নি।

Must read

মুম্বই, ২০ জানুয়ারি : তাঁর নেতৃত্বেই গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই শ্রেয়স আইয়ারকে মেগা নিলামের আগে রিটেন করা হয়নি। এমনকী, নিলামেও শ্রেয়সকে পাওয়ার জন্য সেভাবে ঝাঁপায়নি কেকেআর। শেষ পর্যন্ত ২৬.৭৫ কোটি টাকায় তাঁকে ছিনিয়ে নেয় পাঞ্জাব কিংস। এবারের আইপিএলে শ্রেয়স-ই নেতৃত্ব দেবেন পাঞ্জাবকে।

আরও পড়ুন-ওয়াংখেড়েতেই শেষ টেস্ট খেলতে চেয়েছিলাম, ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে শচীন

যদিও তিনি যে কেকেআরের হয়েই খেলতে চেয়েছিলেন, সেটা সাফ জানাচ্ছেন শ্রেয়স। তাঁর দাবি, রিটেনশন নিয়ে কেকেআর কর্তৃপক্ষ কোনও যোগাযোগই করেননি। ফলে একটা সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, ‘‘কেকেআরে আমি অসাধারণ সময় কাটিয়েছি। আইপিএল চ্যাম্পিয়ন হওয়াটা তো ছিল স্বপ্নের মতো ব্যাপার। ট্রফি জেতার পর, আমরা রিটেনশন নিয়েও আলোচনা করেছিলাম। কিন্তু বেশ কয়েক মাস কেটে গেলেও কেকেআর তরফ থেকে কোনও স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।’’
শ্রেয়স আরও বলেছেন, ‘‘শেষ পর্যন্ত পরিস্থিতি এমন একটা জায়গাতে পৌঁছয় যে, পারস্পরিক বোঝাপড়ায় আমরা আলাদা হয়ে যাই। আমি সত্যিই খুব হতাশ হয়েছিলাম। একদিকে তো আমার সঙ্গে সেভাবে কোনও যোগাযোগ করাই হয়নি। রিটেনশনের এক সপ্তাহ আগে জানতে পারি, আমাকে নিলামের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। তখন বাধ্য হয়েই নিজের ভবিষ্যৎ নিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। তবে কেকেআর এখন আমার কাছে অতীত। আমি নিজের সেরাটা পাঞ্জাবের হয়ে দিতে চাই।’’

Latest article