প্রতিবেদন : ম্যানেজমেন্ট-এর কৃতী ছাত্রী হয়েও রাজনীতি তাঁর প্রথম পছন্দ, কারণ রাজনৈতিক পরিসরেই তাঁর বেড়ে ওঠা। মানুষের পাশে দাঁড়াতে তাই কর্পোরেট চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতির ময়দানকেই বেছে নিয়েছিলেন জুঁই বিশ্বাস। সফল সেখানেও। ধীরে ধীরে নিজের এলাকায় ঘরের মেয়ে হয়ে উঠেছেন।
২০১০ ও ২০১৫, পরপর দু’বার কলকাতা পুরসভার (KMC Election) ৮১ নম্বর ওয়ার্ডের জনপ্রিতিনিধি হয়েছেন জুঁই। আসন্ন পুরভোটে ফের তাঁকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)। নিউ আলিপুর চত্বরে ৮১ নম্বর ওয়ার্ডের একটি বড় অংশ জুড়ে যেমন উচ্চবিত্ত মানুষের বাস, ঠিক অন্যদিকে নিম্নবিত্ত মানুষও রয়েছেন। গত ১০-১২ বছরে পৌরমাতা হিসেবে বিভিন্ন সময়ে সকলের পাশে দাঁড়িয়েছেন জুঁই।
তাঁর হাত ধরে কলকাতা শহরের সবচেয়ে বড় কমিউনিটি হল হয়েছে ৮১ নম্বর ওয়ার্ডে। যেখানে কার্যত ফাইভ স্টার ফেসিলিটি পাওয়া যায় পুরসভার রেটেই। মধ্যবিত্ত, নিম্নবিত্তরা এই কমিউনিটি হলের সুবিধা সবচেয়ে বেশি পেয়ে থাকেন। এছাড়া সমস্ত বাড়িতে পৌঁছে গিয়েছে পরিশ্রুত পানীয় জল। সুফল বাংলা ও হরিনঘাটার দুটি করে স্টল হয়েছে। চারটি কমপেক্টর মেশিন বসেছে। এলাকায় অনেক পার্ক রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে। এই সবকিছুর সংস্কার ও সৌন্দর্যায়ন করেছেন জুঁই বিশ্বাস।
আরও পড়ুন : বলেন কী বিরোধী দলনেতা? বিজেপির লড়াই মাত্র ১০ আসনে!
কাজ অনেক হলেও জুঁই একেবারেই দাবি করতে নারাজ, সবকিছু হয়ে গিয়েছে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। একইভাবে উন্নয়নের কোনও নির্দিষ্ট সীমারেখা নেই। কলকাতার সামগ্রিক একটি সমস্যা বৃষ্টিতে জল জমা। ব্যতিক্রম নয় ৮১ নম্বর ওয়ার্ড। এখানেও অল্প বৃষ্টিতে জল জমে যায়। জুঁই জানালেন, জল জমার সমস্যা ওয়ার্ডে আছে। তবে তা আগের তুলনায় অনেকটাই কমানো গিয়েছে। তিনি ফের নির্বাচিত হয়ে এলে জমা জল সমস্যার সমাধান আগামী ৫ বছরে তাঁর কাজে অগ্রাধিকার পাবে।
মাঝে দু’বছর করোনা ও আমফানের জোড়া বিপর্যয়ের মধ্যে রাস্তায় ছিলেন জুঁই। যখনই মানুষ বিপদে পড়েছেন, এক ফোনে ছুটে গিয়েছেন তিনি। করোনা ও লকডাউনের সময় এলাকার মানুষের বাড়ি বাড়ি তিনি ও তাঁর সহকর্মীরা নিখরচায় ওষুধ পৌঁছে দিয়েছেন। এলাকায় কমিউনিটি কিচেন করেছেন জুঁই। পাশাপাশি, রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন ৮১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জুঁই বিশ্বাস।
এলাকার মানুষ বলছেন, জুঁইয়ের সবচেয়ে বড় গুণ, তিনি ধৈর্য্য ধরে মানুষের সমস্যার কথা শোনেন। ঠাণ্ডা মাথায় তা সমাধানের চেষ্টা করেন। ৩৬৫ দিন ২৪ ঘন্টা একটি ফোনেই তাঁকে পাশে পাওয়া যায়। তাই ৮১ নম্বর ওয়ার্ডের মানুষ বলছেন, “এক ফোনেই পাশে পাই, জুহি বিশ্বাসকে আবার চাই”!