আজ পুর-বৈঠক, বুধে ক্যাবিনেট মিটিং

আজ, সোমবার নবান্নে পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : আজ, সোমবার নবান্নে পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার তিনি মন্ত্রিসভার বৈঠক করবেন। লোকসভা নির্বাচনের পর বুধবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক বসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য থাকতে বলা হয়েছে সমস্ত দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের। মুখ্যসচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন দুপুর ৩টে নাগাদ নবান্নের ১৪ তলায় মন্ত্রী পরিষদের ঘরে বৈঠক হবে। এটি হবে রাজ্য মন্ত্রিসভার ৫৬তম বৈঠক।

আরও পড়ুন-জমি দখলকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে রাস্তায় শুটআউট

সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান ও পুরসভার আধিকারিকরা থাকবেন। থাকবেন হাওড়ার পাঁচ বিধায়ক। থাকবেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তীও। উপস্থিত থাকবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সব জেলাশাসকরাও।
এদিকে, লোকসভা ভোট মিটে যাওয়ার পর বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন অসমাপ্ত কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া নতুন কোনও প্রকল্প বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। তবে রাজ্য মন্ত্রিসভার এই বৈঠকের আগে সোমবার নবান্নে আরও পুরসভাগুলিকে নিয়ে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের দিকে নজর রাজ্যের। ওই বৈঠকে পুরসভাগুলির উন্নয়নমূলক কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী। কোন পুরসভায় কাজের কী খামতি, কোথায় কী প্রয়োজন— তা নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী পুরসভাগুলিকে উন্নয়নের দিশা দেখাবেন। প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

Latest article