রাজপথ থেকে গাড়ি সরাতে পুলিশি সাহায্য চায় পুরসভা

রাতের শহরে রাস্তার ধারে সার বেঁধে গাড়ি পার্ক করেন শহরের অনেক মানুষ।

Must read

প্রতিবেদন : রাতের শহরে রাস্তার ধারে সার বেঁধে গাড়ি পার্ক করেন শহরের অনেক মানুষ। বড় রাস্তা থেকে ছোট পাড়ার ভিতরেও সেইসব গাড়ির জন্য সাতসকালে শহর পরিষ্কার করতে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভার সাফাই কর্মীদের। তাই এবার সকালে ২ ঘণ্টার জন্য রাস্তার ধার ঘেঁষে পার্ক করা গাড়ি সরিয়ে নেওয়ার আর্জি জানাচ্ছে কলকাতা পুরসভা। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার স্বার্থে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে পার্কিং বন্ধের জন্য পুর-কমিশনারকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে দিল্লি-বিস্ফোরণের পর কলকাতার রাস্তাঘাটে যেখানে-সেখানে নাইট পার্কিং ও বছরের পর বছর ধরে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলি সরানো নিয়েও পদক্ষেপ নিচ্ছে পুর-কর্তৃপক্ষ। এর জন্য কলকাতা পুলিশের সাহায্য নেবে কলকাতা পুরসভা।

আরও পড়ুন-নেই শুভমন, চিকিৎসা মুম্বইয়ে

অনেকসময় মানুষ নির্দিষ্ট পার্কিং প্লেস বা গ্যারেজ না পেয়ে রাস্তার দু-ধারে প্রায় ফুটপাতের উপর গাড়ি তুলে দিয়ে পার্ক করে রাখেন। যেগুলি পরের দিন সকাল থেকে দুপুর বা সন্ধ্যা পর্যন্তও দাঁড়িয়ে থাকে। কিছু গাড়ি আবার মাসের পর মাস রাস্তার পাশে অথবা ফুটপাতে মালিকহীন হয়ে পড়ে থাকে। শুক্রবার পুরভবনে টক-টু-মেয়র শেষে ফিরহাদ হাকিম জানান, এই আন-আইডেন্টিফাইড গাড়িগুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে থেকে ময়লা জমে। এই গাড়িগুলির বিরুদ্ধে কেন কেস করা হবে না? এই বিষয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। আর এই গাড়িগুলির রাস্তার ধার জুড়ে দাঁড়িয়ে থাকায় সকালে ঝাঁট দেওয়া বা পরিষ্কার করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই সকালে নির্দিষ্ট ২ ঘণ্টার জন্য রাস্তার সমস্ত পার্কিং প্লেস থেকে গাড়ি সরিয়ে নেওয়ার আর্জি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পুরসভা।

Latest article