সৌম্য সিংহ : কলকাতায় তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেল তৃণমূল কংগ্রেসের ভোট। এবার পুরসভায় প্রায় ৭২ শতাংশ ভোট পেয়েছে দল। অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিযান এবং বিভিন্ন সমাজকল্যাণ প্রকল্পের প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। মহানগরীতে অসাধারণ নাগরিক পরিষেবার স্বীকৃতি হিসেবে দল জয়লাভ করেছে ১৪৪টির মধ্যে ১৩৪টি আসনে। বিভাজনের রাজনীতি, কুৎসা, ভোট ভেস্তে দেওয়ার চক্রান্ত কোনও কিছুতেই খামতি রাখেনি গেরুয়া শিবির। তবুও কলকাতার মানুষের আস্থা অর্জনেও ব্যর্থ হয়েছে। পুরনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে শুধু ধরাশায়ী হয়নি তারা, অন্তত ৬৬টি ওয়ার্ডে বামেদের থেকেও পিছিয়ে পড়েছে তারা। এই ওয়ার্ডগুলিতে বামেরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। কলকাতা মহানগরীতেও সামগ্রিক পরিসংখ্যানের বিচারে বিজেপিকে পেছনে ফেলে বামেদের স্থান এখন দ্বিতীয়। তবে ‘পুওর সেকেন্ড বয়’। যদিও বামফ্রন্টের অস্তিত্বই এখন প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল।
আরও পড়ুন : শোভনকে হারালেন রত্না
সিপিএম এবং সিপিআই একটি করে আসন পেলেও তারা প্রকৃত অর্থেই এখন মাইক্রোস্কোপিক। বামফ্রন্টের অন্য দলগুলিও অস্তিত্বহীন। এখানেই শেষ নয়, কলকাতা পুরভোটের ফলাফলে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, প্রাপ্ত ভোটের নিরিখে প্রায় ১৫ আসনে বিজেপিকে পেছনে ফেলে দিয়েছে কংগ্রেসও। যদিও ১৪৪টি আসনের মধ্যে এবারে বামেরা পেয়েছে মাত্র ২টি আসন। কংগ্রেসেরও জুটেছে মাত্র ২টি আসন। কিন্তু এখনও পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বামেদের প্রাপ্ত ভোট প্রায় ১১.৮৯ শতাংশ। গত বিধানসভা নির্বাচনে কলকাতায় তারা পেয়েছিল ১০ শতাংশের কিছু বেশি ভোট। অন্যদিকে বিজেপি এবারে জয় পেয়েছে মাত্র ৩টি ওয়ার্ডে। কিন্তু মহানগরীতে তাদের স্কোর যৎসামান্য। তথ্যের দাবি, তারা পেয়েছে ৯.১৯ শতাংশ ভোট। ২১-এর বিধানসভা নির্বাচনের তুলনায়ও ব্যাপক পতন। কয়েকমাস আগেও বিজেপির ভাগ্যে জুটেছিল প্রায় ২৭ শতাংশ ভোট। লক্ষণীয়, কংগ্রেস পেয়েছে মাত্র ৪.১৩ শতাংশ ভোট।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…