কলকাতার বহুতলে ফ্ল্যাটের পাশাপাশি বেআইনিভাবে বিক্রি হচ্ছে ছাদও। মেয়রের কড়া নির্দেশ, এমন ছাদ কেউ কিনলে কোনওভাবেই যেন রেজিস্ট্রেশন না হয়, তার ব্যবস্থা করতে হবে। নকশা অনুমোদনের সময়ই স্ট্যাম্প মেরে দিতে হবে। কারণ, ছাদ-সিঁড়ি হল বহুতলের কমন প্যাসেজ। শহরের কিছু অসাধু প্রোমোটারের বিরুদ্ধে পুরসভার নির্দেশ অমান্য করে আবাসনের ‘কমন প্যাসেজ’ ছাদ বিক্রি করা নিয়ে অভিযোগ পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার পুরসভায় ‘টক টু মেয়র’-এ এই সংক্রান্ত অভিযোগ আসে মেয়রের কাছে। অভিযোগ, তাঁর আবাসনের ছাদ বিক্রি করে দিয়েছে প্রোমোটার। সেখানে উঠতে বাধা দেওয়া হচ্ছে। এরপরেই মহানাগরিক ফিরহাদ হাকিম পুরসভার বিল্ডিং বিভাগের কর্মচারীদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বলেন, ছাদ-সিঁড়ি হল কমন প্যাসেজ। এগুলো বিক্রি হয় না। যাঁরা ওই আবাসনে ফ্ল্যাট কিনেছেন, তাঁদের সকলের অধিকার আছে ওই কমন প্যাসেজে। কিন্তু পুরসভার অনুমোদন ছাড়াই শহরের প্রোমোটারদের একাংশ হোটেল, গুদাম বা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবসার জন্য ছাদ ভাড়া দিচ্ছেন বা বিক্রি করছেন।
আরও পড়ুন- গেরুয়া দলের নিম্নরুচির সংস্কৃতি বেআব্রু হয়ে গেল বিধানসভায়, তৃণমূল বিধায়ককে অশালীন আক্রমণ গদ্দারের